হাতে নিয়ে দেখে শুনে কিনুন নতুন ফোন, দেশের বৃহত্তম ফ্ল্যাগশিপ স্টোর খুললো Vivo

গেম ডেভলপার থেকে শুরু করে টেক ব্র্যান্ড প্রত্যেকেই এখন ভারতকে পাখির চোখ করেছে। মূলত ১৪০ কোটি জনসংখ্যার বৃহৎ বাজারকে হাতছাড়া করতে কেউই চায় না। তাই…

গেম ডেভলপার থেকে শুরু করে টেক ব্র্যান্ড প্রত্যেকেই এখন ভারতকে পাখির চোখ করেছে। মূলত ১৪০ কোটি জনসংখ্যার বৃহৎ বাজারকে হাতছাড়া করতে কেউই চায় না। তাই বিভিন্ন সংস্থাগুলি এদেশের বাজারে নিজেদের জমি শক্ত করতে মরিয়া। এই একই উদ্দেশ্যে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড Vivo এদেশে তাদের অফলাইন স্টোরের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি করছে। সম্প্রতি সংস্থাটি আহমেদাবাদে তাদের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোরের শুভ উদ্বোধন করলো। এই স্টোর ক্রেতাদের নানাবিধ পরিষেবা অফার করার মাধ্যমে দুর্দান্ত রিটেল অভিজ্ঞতা প্রদান করবে বলে দাবি করেছে Vivo।

আহমেদাবাদের কোথায় Vivo Flagship Store অবস্থিত?

ভিভোর নয়া তথা দেশের মধ্যে সবথেকে বড় ফ্ল্যাগশিপ স্টোরটি আহমেদাবাদের জিআরএফ (GRF), ১ম এবং ২য় তলা পুস্তি ক্রসরোডস, ব্র্যান্ড ফ্যাক্টরির বিপরীতে, বিজয় ক্রস রোড, নাভারংপুরায় অবস্থিত। এই রিটেল স্টোরটি ৭,০০০ বর্গফুটেরও বেশি এরিয়া এবং বিল্ডিংয়ের তিনটি তলা জুড়ে বিস্তৃত।

Vivo Flagship Store গ্রাহকদের কী কি পরিষেবা অফার করবে?

ভিভো ফ্ল্যাগশিপ স্টোরে ডেডিকেটেড অ্যাক্টিভিটি জোন থাকবে, যা একাধিক পরিষেবা অফার করবে। যেমন – প্রোডাক্ট এক্সপিরিয়েন্স, কনজিউমার এনগেজমেন্ট, প্রিমিয়াম সার্ভিস, অ্যাক্সেসরিজ, ‘ইন্টারনেট অফ থিংস’ বা আইওটি (IoT), গেমিং এক্সপিরিয়েন্স, ফটো জোন ইত্যাদি সামিল রয়েছে অ্যাক্টিভিটি জোনের মধ্যে। এছাড়া ক্রেতারা মাসিক ওয়ার্কশপে অংশগ্রহণ করার পাশাপাশি বিভিন্ন স্কিম ও অফারের অধীনে নতুন ডিভাইসে আপগ্রেড করার সুযোগও পাবেন।

সদ্য চালু হওয়া নতুন স্টোর সম্পর্কে ভিভো ইন্ডিয়ার কর্পোরেট স্ট্র্যাটেজি হেড গীতাজ চন্নানা (Geetaj Channana) বলেছেন – “ আমরা প্রত্যেক গ্রাহককে আমাদের এক্সক্লুসিভ স্টোরগুলিতে প্রিমিয়াম ইন্টারেক্টিভ অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করবো। আমাদের আধুনিক ফ্ল্যাগশিপ স্টোরগুলিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ক্রেতারা প্রোডাক্টগুলিকে স্বয়ং নানাভাবে পরীক্ষা করে দেখতে পারেন।”

এক্ষেত্রে একটা প্রশ্ন আপনাদের মনে জাগতেই পারে যে, ভিভো হঠাৎ গুজরাটের আহমেদাবাদ শহরকেই কেন নিজেদের সবথেকে বড় অফলাইন ফ্ল্যাগশিপ স্টোর খোলার জন্য বেছে নিলো? এর প্রত্যুত্তরে গীতাজ চন্নানা জানিয়েছেন – ‘ভারত বিশ্বের সবচেয়ে বড় বাজারগুলির মধ্যে একটি, এবং আমেদাবাদ ভারতের অন্যতম ব্যস্ত তথা বড় একটি ব্যবসায়িক স্পট।’ এই কারণেই হয়তো উক্ত শহরে ভিভো তাদের সবথেকে বড় ফ্ল্যাগশিপ স্টোর খুলতে আগ্রহ দেখিয়েছে। তবে আহমেদাবাদের পাশাপাশি ভারতের অন্যান্য টায়ার-১ শহরেও একাধিক অফলাইন স্টোর খোলার পরিকল্পনা করছে ভিভো, এমনটাও জানিয়েছেন কর্মকর্তারা।

তামিলনাড়ুর কোয়েম্বাটুরেও ফ্ল্যাগশিপ স্টোর খুলেছে Vivo

প্রসঙ্গত, ভিভো চলতি মাসে তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরে একটি নয়া ফ্ল্যাগশিপ স্টোর খুলেছে। বর্তমানে ভিভো ইন্ডিয়ার মোট চারটি ফ্ল্যাগশিপ স্টোর অবস্থিত এদেশে। এছাড়া সংস্থাটি, ২০২৪ সালের মধ্যে আরো ১০টি বড় স্টোরের একটি নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্য নিয়েছে বলে জানিয়েছে। জানিয়ে রাখি, ভিভোর মোট ৬৫০টি এক্সক্লুসিভ স্টোর ইতিমধ্যেই বিদ্যমান রয়েছে ভারতে।