Oppo ও Vivo- র ফোল্ডিং ফোন আসছে চলতি বছরেই! দাম হবে সাধ্যের মধ্যে?

Xiaomi সম্প্রতি ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ সাড়া ফেলে দিয়েছে। আবার শাওমির দেখাদেখি Oppp ও Vivo, এই বছরের মধ্যেই ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনবে বলে এখন গুঞ্জন চলছে।…

Xiaomi সম্প্রতি ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ সাড়া ফেলে দিয়েছে। আবার শাওমির দেখাদেখি Oppp ও Vivo, এই বছরের মধ্যেই ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনবে বলে এখন গুঞ্জন চলছে। এমনকি লেটেস্ট রিপোর্ট বলছে, অপ্পো ও ভিভো-র ফোল্ডেবল ডিসপ্লে ব্যাপক হারে উৎপাদনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। আসুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে তথ্যটি শেয়ার করেছে চিনের জনপ্রিয় টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন৷ ফোল্ডেবল ডিসপ্লের দুটি ভার্সনের ওপর এখন কাজ চলছে বলে তিনি জানিয়েছেন। যেগুলি হল ৮ ইঞ্চি ফ্লেক্সিবল ডিসপ্লে ও অপরটি ৭ ইঞ্চি প্যানেল। ডিসপ্লে প্যানেল দুটি ইনওয়ার্ড ফোল্ডিং ডিজাইনের এবং দ্বিতীয়টির ইতিমধ্যে প্রোটোটাইপ রিলিজ করা হয়েছে। টিপস্টার আরও যোগ করে বলেছেন, ৭ ইঞ্চি প্যানেলটি বছরের শুরুতে, জানুয়ারিতে ব্যাপকভাবে উৎপাদনের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

টিপস্টারের মতে, Vivo ব্র্যান্ডেড ফোল্ডেবল স্মার্টফোনের ৮ ইঞ্চি ফ্লেক্সিবল ডিসপ্লে চিত্তাকর্ষক হিঞ্জ ডিজাইন সহ লঞ্চ হবে। ডিসপ্লে হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং ফোল্ড করার সময়েও এটি ৬.৫ ইঞ্চি থাকবে। শাওমির ফোল্ডেবল স্মার্টফোন কিছু দিন আগেই বাজারে এসেছে। সেক্ষেত্রে শাওমির প্রতিদ্বন্দ্বী চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড দ্বয় অপ্পো ও ভিভো, পিছিয়ে না থেকে খুব তাড়াতাড়িই ফোল্ডেবল ফোন লঞ্চ করবে বলে ধরে নেওয়া যায়। যদিও লঞ্চের সঠিক তারিখ এখনও অজানা।

তবে এটুকু বলা যায়, এই বছরের দ্বিতীয়ার্ধে এরকম ধরনের ফোন বাজার পা রাখতে পারে। ফোল্ডেবল স্মার্টফোন এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে আরও বেশি সংস্থার প্রবেশ দামের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। তাই এ বছর বা আগামী বছর সাধ্যের মধ্যে ফোল্ডেবল স্মার্টফোন পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন