Vivo S7 সহ পাঁচটি ডিভাইসের জন্য শুরু হল OriginOS এর বিটা রেজিস্ট্রেশন

গতমাসের মাঝামাঝি সময়ে ভিভো তাদের নতুন কাস্টম ওএস OriginOS লঞ্চ করেছিল। যেটি আসলে কোম্পানির আগের কাস্টম স্কিন FunTouch OS এর আপগ্রেড ভার্সন। Vivo -র সমস্ত স্মার্টফোনে এবার থেকে আমরা অরিজিনওএস ব্যবহার হতে দেখবো। যদিও কোম্পানি ধীরে ধীরে সমস্ত ফোনের জন্য এর আপডেট দেবে বলে লঞ্চের দিন জানিয়েছিল। এবার Vivo S7, Vivo X50 সহ পাঁচটি ফোনের জন্য OriginOS এর বিটা রেজিস্ট্রেশন (beta registrations) শুরু হল।

রিপোর্ট অনুযায়ী, চীনের ৩৩টি Vivo ও iQOO ফোনে OriginOS আপডেট দেওয়া হবে। এরমধ্যে ৩১ জানুয়ারি, ২০২১ এর আগে ১১টি ফোনে বিটা আপডেট চলে আসবে। এছাড়াও আগামী বছরের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে সমস্ত ফোনে (৩৩টি) অরিজিনওএস এর স্টেবল আপডেট চলে আসবে।

এই পাঁচটি ফোনের জন্য শুরু হল OriginOS এর বিটা রেজিস্ট্রেশন

আপাতত Vivo X50, Vivo S7, Vivo NEX 3S, iQOO, iQOO Neo3 ফোনগুলির জন্য নতুন ওএস এর বিটা রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

কোম্পানির তরফে জানানো হয়েছে ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ইউজাররা বিটা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারে। তবে মনে রাখতে হবে, প্রতিটি স্মার্টফোনের ২০০ জন ইউজারের আবেদন গ্রহণ করা হবে। ১৫ ডিসেম্বর থেকে ফোনগুলিতে আপডেট পাওয়া যাবে।