Vivo pad 3 tablet Launched with snapdragon 8s gen 3 chipset 10000mah battery check price specs features

Vivo Pad 3: দুর্ধর্ষ ট্যাব লঞ্চ করল ভিভো, রয়েছে পাওয়ারফুল 10,000mah ব্যাটারি

ভিভো চলতি সপ্তাহেই চীনে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে Vivo Pad 3 ট্যাবলেটটিকে তালিকাভুক্ত করেছে। ব্র্যান্ডটি এই ডিভাইসের কনফিগারেশন এবং কালার অপশনগুলি নিশ্চিত করলেও, এটি এর দাম প্রকাশ করেনি। আজ, ব্র্যান্ডটি অবশেষে Vivo Pad 3 ট্যাবের মূল্য নিশ্চিত করেছে। ডিভাইসটি কত দামে কেনা যাবে, আসুন জেনে নেওয়া যাক।

Vivo Pad 3 ট্যাবলেটের দাম ঘোষিত হল

ভিভো প্যাড ৩ এখন মোট চারটি বিকল্পে চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে। এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৮,৭০০ টাকা), ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি পাওয়া যাবে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,১৫০ টাকা) মূল্যে, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৬০০ টাকা)-এ মিলবে এবং টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৯,০২০ টাকা)। ভিভো প্যাড ৩ ট্যাবটিকে স্প্রিং টাইড ব্লু, থিন পার্পল এবং কোল্ড স্টার গ্রে-এর মতো শেডগুলিতে বেছে নেওয়া যাবে।

Vivo Pad 3 ট্যাবলেটের স্পেসিফিকেশন

ভিভো প্যাড ৩ ট্যাবলেটটিতে ২.৮কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬,০০০ নিট পিক ব্রাইটনেস সহ ১২.০৫ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে৷ পারফরম্যান্সের জন্য, এই ডিভাইসটিতে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে, যা এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৩.১ (১২৮ জিবি)/ ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত৷ পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভো প্যাড ৩ শক্তিশালী ১০,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরার জন্য, Vivo Pad 3 ট্যাবেলেটের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। ট্যাবটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ছয়-স্পিকার সিস্টেম, একটি ৩ডি (3D) ভিসি কুলিং ইউনিট, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪ এবং একটি ইউএসবি-সি (ইউএসবি ৩.২ জেন ১) পোর্ট। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে অরিজিনওএস ৪ (OriginOS 4) কাস্টম স্কিনে চলে। Vivo Pad 3 হল iQOO Pad 2-এর একটি পরিবর্তিত সংস্করণ, যা মে মাসে চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছিল। বর্তমানে, iQOO Pad 2 বা Vivo Pad 3 চীনের বাইরের বাজারে পাওয়া যাবে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।