১৪ মিনিটেরও কম সময়ে হবে ফুল চার্জ! ২৮ তারিখ দুনিয়ার সবচেয়ে ‘ফাস্ট’ চার্জিং ফোন আনছে Realme

বর্তমানে খুব বেশি ব্যবহারের ফলে অধিকাংশ স্মার্টফোনের চার্জই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং এটিকে বারংবার চার্জ দিতে হয়। সেক্ষেত্রে এই সমস্যার সমাধান করতে এখন বহু কোম্পানিই ফাস্ট চার্জিং প্রযুক্তিসহ স্মার্টফোন লঞ্চ করছে। এর ফলে অত্যন্ত কম সময়ে এখন ফোন ০ থেকে ১০০% চার্জ হয়ে যাচ্ছে। কিন্তু সম্প্রতি Realme (রিয়েলমি) এমন একটি ফাস্ট চার্জিং টেকনোলজিসহ ফোন আনার কথা ঘোষণা করেছে, যার কথা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য! আসলে এবার জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থাটি ঘোষণা করেছে যে, তারা বিশ্বের দ্রুততম স্মার্টফোন চার্জিং প্রযুক্তি নিয়ে আসছে। আগামী ২৮ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা MWC (এমডব্লিউসি) ২০২২ ইভেন্টে এই ফোনের ওপর থেকে পর্দা সরানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। ফিচারের কথা বিশদে বললে, রিয়েলমির নতুন স্মার্টফোনে মিলবে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যাতে ১৪ মিনিটেরও কম সময়ে ফোন ফুল চার্জ হয়ে যাবে।

উল্লেখ্য, এই অসম্ভবকে সম্ভব করার পাশাপাশি এমডব্লিউসি ২০২২-এ সংস্থাটি স্ন্যাপড্রাগন ৮ জেন১ (Snapdragon 8 Gen 1) প্রসেসরসহ একটি স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, Realme GT 2 Pro নামক একটি স্মার্টফোন লঞ্চ করার কথা ঘোষণা করেছে সংস্থাটি।

১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত Realme ফোন সম্পর্কে কী জানা গেছে?

রিয়েলমির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি লঞ্চকারী প্রথম সংস্থা। এর আগে কোম্পানিটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে এসেছিল। বলে রাখি, সম্প্রতি ১২০ ওয়াট হাইপার চার্জিং ফাস্ট টেকনোলজি লঞ্চ করেছে Xiaomi (শাওমি)। এই চীনা টেক জায়ান্টের দাবি, এই প্রযুক্তির সাহায্যে মাত্র ১৪ মিনিটেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে স্মার্টফোন। এছাড়া, Vivo (ভিভো)-ও মার্কেটে অত্যাধুনিক মানের ফাস্ট চার্জিং টেকনোলজিসহ ফোন লঞ্চ করেছে। ফলে রিয়েলমির সাম্প্রতিক দাবি যদি সত্যি হয়, তাহলে ফাস্ট চার্জিং টেকনোলজি জগতে একটি নতুন বিপ্লবের সঞ্চার করবে সংস্থাটি।

প্রসঙ্গত, এসবের পাশাপাশি গবেষণা ও উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) খাতে মোটা টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে রিয়েলমি। সংস্থাটি তার গো প্রিমিয়াম স্ট্র্যাটেজির অধীনে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসোর্সে ৭০ শতাংশ বিনিয়োগ করবে বলে জানা গেছে। সংস্থার মতে, বর্তমান যুগে ফাস্ট চার্জিং একটি স্মার্টফোনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফিচার। আর এতটা অল্প সময়ে স্মার্টফোনের মতো একটি দরকারি জিনিস ফুল চার্জ করা সম্ভব হলে এই প্রযুক্তি ইউজারদের জন্য চরমভাবে ফলদায়ক হবে। এটি ছাড়াও Realme এই সপ্তাহে ভারতে Narzo সিরিজের স্মার্টফোন লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এই মডেলটি ভারতে লঞ্চ হবে ২৪ ফেব্রুয়ারি।