Vivo S12 Pro ডুয়েল সেলফি ক্যামেরার সাথে চলতি মাসে বাজারে আসছে, ফাঁস হল রেন্ডার

গত মাসে V2162A ও V2163A মডেল নম্বর সহ ভিভোর (Vivo) দুটি স্মার্টফোনকে TENNA, 3C- এর মত চীনা সার্টিফিকেশন সাইটে স্পট করা গিয়েছিল। অনুমান করা হচ্ছে…

গত মাসে V2162A ও V2163A মডেল নম্বর সহ ভিভোর (Vivo) দুটি স্মার্টফোনকে TENNA, 3C- এর মত চীনা সার্টিফিকেশন সাইটে স্পট করা গিয়েছিল। অনুমান করা হচ্ছে এই মডেল নম্বরের ফোনগুলি ভিভো তাদের দেশীয় বাজারে Vivo S12 ও Vivo S12 Pro নাম দিয়ে লঞ্চ করতে পারে। চলতি মাসেই ফোন দুটি লঞ্চ হতে পারে বলে জল্পনা রয়েছে। তবে লঞ্চের আগে এখন এই সিরিজের Vivo S12 Pro ফোনটির রেন্ডার ফাঁস হল, যেখান থেকে এই ফোনের ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

ভিভো এস১২ প্রো এর রেন্ডার ফাঁস (Vivo S12 Pro render leaked)

চীনা মাইক্রো-ব্লগিং সাইট ওয়েইবোতে (Weibo) শেয়ার করা হয়েছে এই রেন্ডারটি। যা দেখে বলা যায়, ভিভো এস১২ প্রো- এর ডিসপ্লের ধারে দেখা যেতে পারে কার্ভড ডিজাইন। এই ধরনের ডিজাইন ফোনে প্রিমিয়াম লুক নিয়ে আসে। অনুমান করা হচ্ছে ভিভো এস১২ প্রো ফোনে AMOLED ডিসপ্লে প্যানেল ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হতে পারে। একটু বড় আকারের ডিসপ্লে নচের ভিতরে অবস্থান করতে পারে দুটি ফ্রন্ট ক্যামেরা।

Vivo S12 সিরিজটিতে সেলফি ক্যামেরার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণেই Vivo S12 Pro ফোনটির সামনে ডুয়েল ক্যামেরা দিতে পারে সংস্থা। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আবার এই ফোনটির রিয়ার প্যানেলে দেখা যেতে পারে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা ইউনিট। তবে রিয়ার ক্যামেরাগুলি সম্পর্কে কিছু জানা যায়নি। Vivo S12 Pro ফোনের রিয়ার শেলেও দেখা যাবে কার্ভড ডিজাইন।

প্রসঙ্গত, 3C সার্টিফিকেশন থেকে জানা গিয়েছিল, Vivo S12 Pro ফোনে ৪৪ ওয়াট র‍্যাপিড চার্জিং সাপোর্ট করবে। আবার বেস মডেলে ফ্লাট ডিসপ্লে দেখা যাবে। এই ফোনটি একটি কালারে আসতে পারে।