Vivo T1 5G: ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষ্যে আজ দেশে ভিভো টি১ ৫জি-এর প্রথম সেল, কখন ও কোথায় মিলবে জেনে নিন

পূর্ব ঘোষণা মতই আজ ১৪ই ফেব্রুয়ারি রাত থেকে ভারতে শুরু হল Vivo T1 5G (ভিভো টি১ ৫জি) স্মার্টফোনের বিক্রি। জনপ্রিয় চাইনিজ ব্র্যান্ডের এই লেটেস্ট স্মার্টফোনটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট Vivo India-র পাশাপাশি Flipkart (ফ্লিপকার্ট)-এর মাধ্যমে কেনা যাবে। বলে রাখি, ৯ই ফেব্রুয়ারি অর্থাৎ গত সপ্তাহে Vivo T1 5G এদেশে লঞ্চ হয়েছে এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে, Snapdragon 695 5G প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে এসেছে। আসুন এখন এক নজরে Vivo T1 5G-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম এবং লভ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

ভারতে Vivo T1 5G-এর মূল্য, লভ্যতা

ইন্ডিয়ান মার্কেটে ভিভো টি১ ৫জি ফোনের ৪ জিবি/১২৮ জিবি বেস স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৫,৯৯০ টাকা। একইভাবে ফোনটির ৬ জিবি/১২৮ জিবি বা ৮ জিবি/১২৮ জিবি স্টোরেজ সংস্করণ কিনতে যথাক্রমে ১৬,৯৯০ টাকা এবং ১৯,৯৯০ টাকা ব্যয় করতে হবে। এগুলি কোম্পানির ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং ভিভোর অফিসিয়াল স্টোরের মাধ্যমে রেইনবো ফ্যান্টাসি ও স্টারলাইট ব্ল্যাক রঙের বিকল্পগুলিতে কেনার জন্য উপলব্ধ হবে।

এক্ষেত্রে প্রারম্ভিক অফার হিসেবে ভিভো ও ফ্লিপকার্ট এইচডিএফসি কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে বা ইএমআই লেনদেন করলে ফোনটির দামের ওপর ১,০০০ টাকা ছাড় দেবে। উপরন্তু, ফ্লিপকার্টের মাধ্যমে এই ভিভো ফোন কিনলে নো-কস্ট ইএমআই এবং সিটি ব্যাংক কার্ডের অফার পাওয়া যাবে।

Vivo T1 5G-এর স্পেসিফিকেশন

পাঁচদিন আগে লঞ্চ হওয়া ভিভো টি১ ৫জি ফোনে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি (১০৮০×২৪০৮ পিক্সেল রেজোলিউশন) ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। হ্যান্ডসেটটি সফ্টওয়্যার ফ্রন্টে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক FunTouch OS 12-এর সাহায্যে চলে। অন্যদিকে এতে স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর দেওয়া হয়েছে। সাথে রয়েছে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সুবিধা। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। এছাড়া এই ভিভো ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে।

আবার ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে যাতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেল শ্যুটার বিদ্যমান। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনটিতে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এক্ষেত্রে ৬ জিবি এবং ৮ জিবি মডেলগুলিতে সুপার নাইট মোডের পাশাপাশি মাল্টি স্টাইল পোর্ট্রেট মোড ব্যবহার করা যাবে। উপরন্তু কানেক্টিভিটি বিকল্প হিসেবে থাকবে 5G, 4G LTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, ইউএসবি টাইপ-সি এবং ইউএসবি ওটিজি। এদিকে অনবোর্ড সেন্সরগুলির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই-কম্পাস, ভার্চুয়াল জাইরোস্কোপ সেন্সর, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও ইত্যাদি দেখা যাবে।