Vivo T1 5G: সেগমেন্টে যথার্থই দ্রুততম ফোন, 9 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ, বেঞ্চমার্ক রেজাল্ট চমকে দিল, প্রকাশ টিজারও

Vivo T1 5G আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের বাজারে আত্মপ্রকাশ করছে। উল্লেখ্য, নভেম্বরে চীনে Vivo T1 লঞ্চ হয়েছিল। কিন্তু হ্যান্ডসেটটি ভারতে ভিন্ন ডিজাইন ও স্পেসিফিকেশনের সঙ্গে আসছে। এবার T1 5G-এর একটি টিজার ভিডিও শেয়ার করেছে ভিভো। তাতে Vivo T1 5G-এর ফ্রন্ট ও রিয়ার প্যানেলের ডিজাইন দেখানো হয়েছে।

Vivo T1 5G-এর প্রোমোশনাল ভিডিয়ো অনুযায়ী এতে একটি টিয়ারড্রপ নচ ডিসপ্লে থাকবে। চারপাশের বেজেল এবং চিন কিছুটা পাতলা। ডিভাইসটির গ্রেডিয়েন্ট কালারের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ-সহ ট্রিপল ক্যামেরা থাকতে দেখা গিয়েছে। সামগ্রিক ভাবে ডিজাইনের নিরিখে Vivo T1 5G-এর সঙ্গে গত সপ্তাহে ভারতে লঞ্চ হওয়া Vivo Y75-এর মিল স্পষ্ট।

উল্লেখ্য, Vivo T1 5G-এর ভারতীয় ভার্সনের স্পেশিফিকেশনগুলি এখনও অজানা৷ তবে এটি Snapdragon 695 চিপসেটের সঙ্গে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। স্মার্টফোনটির দাম এ দেশে ২০ হাজার টাকার নীচে রাখা হতে পারে।

এদিকে T1 5G-কে সেগমেন্টের সবচেয়ে দ্রুততম হ্যান্ডসেট বলে দাবি করেছে ভিভো। স্মার্টফোনটি ইতিমধ্যেই বেঞ্চমার্কিং সাইট আনটুটু-তে ৪ লক্ষের উপরে পয়েন্ট স্কোর করেছে। সাব-২০ হাজার প্রাইস সেগমেন্টে যা সর্বোচ্চ। Vivo T1 5G অনলাইন মার্কেটকে লক্ষ্য করেই আনা হচ্ছে। এটি ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে।