Maruti Suzuki: বছরের শুরুতেই ধাক্কা, মধ্যবিত্তের প্রিয় সমস্ত গাড়ির দাম বাড়ল

পূর্ব ইঙ্গিত মতোই ভারতে তাদের সমস্ত যাত্রী গাড়ি মডেলের দাম বৃদ্ধির ঘোষণা করল দেশের বৃহত্তম প্যাসেঞ্জার ভেহিকেল নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki)। মডেল পিছু ০.৪৫% দাম বাড়ানো হয়েছে, যা গতকাল থেকেই কার্যকর হয়েছে। দাম চড়ার নেপথ্যে মুদ্রাস্ফীতি ও কাঁচামাল কেনার খরচ বেড়ে যাওয়াকে দায়ী করেছে ইন্দো-জাপানি সংস্থাটি। প্রসঙ্গত, নতুন বছর থেকে যে গাড়ির দাম বাড়বে, তা গত বছর নভেম্বরেই আভাস দিয়ে রেখেছিল মারুতি সুজুকি।

মারুতি সুজুকির গাড়ির দাম বাড়ল

গত বছর মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে মারুতি সুজুকি বলেছিল, উৎপাদন খরচ ও আনুষাঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ার কিছুটা অংশ ক্রেতাদের সাথে ভাগ করে নেওয়া হতে পারে। তবে শুধু মারুতি নয়, পাশাপাশি অন্যান্য কোম্পানিও নিজেদের গাড়ির পথ বেছে নিয়েছে। সেই তালিকায় রয়েছে – Tata Motors, Mahindra, Hyundai, SKODA, Honda ও Audi।

টাটা মোটরস জানুয়ারি থেকেই Ace, Intra ও Winger – এই তিন জনপ্রিয় বাণিজ্যিক গাড়ির দাম বাড়িয়েছে। বহু সংস্থার দাম বাড়ানোর ফলে এই বছর প্যাসেঞ্জার ভেহিকেলের বিক্রি কমবে বলেই মতামত বিশেষজ্ঞদের। তাঁদের কথায়, চলতি আর্থিকবর্ষে, এমনকি বছরের পরবর্তী সময়তেও বিক্রি স্লথ হয়ে পড়তে পারে।

প্রসঙ্গত, ২০২৩-এর ডিসেম্বরে মারুতি সুজুকির বিক্রি ১.২৮% সঙ্কুচিত হয়েছে। গত মাসে ১,৩৭,৫৫১ ইউনিট গাড়ি বেচেছে তারা। তুলনাস্বরূপ, ঠিক এক বছর আগে মারুতির ১,৩৯,৩৪৭টি গাড়ি বিক্রি হয়েছিল। চিন্তার বিষয় হল অল্টো ও সেলেরিওর মতো ছোট হ্যাচব্যাক গাড়ির বিক্রি ২০২২-এর ডিসেম্বরের তুলনায় গত মাসে ২৯% কমতে দেখা গেছে।