Vivo T1 5G: ভিভো-র এই দুর্দান্ত ফোন ভারতে কেবল একটি ই-কমার্স সাইটে মিলবে, জেনে নিন কোথায়

Vivo ‘T’ সিরিজ ভারতের বাজারে যাত্রা শুরু করার জন্য প্রস্তুত। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি এদেশে পা রাখবে এই স্মার্টফোন লাইনআপ। শোনা যাচ্ছে, Vivo T1 5G ভারতে Vivo T সিরিজের প্রথম ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এটি শুধুমাত্র অনলাইন মার্কেটেই উপলব্ধ হবে। Vivo T1 5G কোন অনলাইন বিপণি থেকে পাওয়া যাবে, সেটা এখন একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে৷

তাতে বলা হয়েছে, ভিভোর আপকামিং স্মার্টফোন এদেশে শুধুমাত্র ফ্লিপকার্টের মাধ্যমে ক্রয় করা যাবে৷ প্রসঙ্গত, গত বছর অক্টোবরে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্রসেসর সহ Vivo T1 5G চীনে লঞ্চ হয়েছিল৷

Vivo T1 5G শুধুমাত্র ফ্লিপকার্টে পাওয়া যাবে

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)- এর রিপোর্ট অনুযায়ী, ভিভো টি১ ৫জি একটি ‘ফ্লিপকার্ট এক্সক্লুসিভ’ ফোনরূপে আত্মপ্রকাশ করবে। অর্থাৎ স্মার্টফোনটি শুধুমাত্র ফ্লিপকার্টেই পাওয়া যাবে। এর পাশাপাশি, সংস্থাটি ইতিমধ্যেই এই বিষয়টি নিশ্চিত করার জন্য সেখানে একটি মাইক্রো-সাইটও তৈরি করেছে। আগামী ৩ ফেব্রুয়ারির পর, ফ্লিপকার্টের মাইক্রো-সাইটটি ভিভো টি১ ৫জি স্মার্টফোনের মূল স্পেসিফিকেশনগুলি একে একে প্রকাশ করবে বলে জানা গেছে।

প্রসঙ্গত,, পূর্ব প্রকাশিত রিপোর্টগুলিতে দাবি করা হয়েছে বৈশিষ্ট্য হোক বা ডিজাইন, আসন্ন স্মার্টফোনটি চীনে লঞ্চ হওয়া ভিভো টি১ ৫জি-এর থেকে সম্পূর্ণ আলাদা হবে। এই ফোনের চীনা ভ্যারিয়েন্টে ব্যবহার করা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ জি চিপসেট , যেখানে ভারতীয় মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকবে বলে জানা গেছে। এছাড়া, সম্প্রতি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং সাইটে আসন্ন হ্যান্ডসেটের ফলাফলটি প্রকাশিত হয়েছে এবং এই ফোনটি মোট ৪১০,০৭২ পয়েন্ট অর্জন করেছে।

এছাড়াও, Vivo T1 5G হ্যান্ডসেটটির যে টিজার ইমেজগুলি প্রকাশ্যে এসেছে, সেগুলি প্রকাশ করে যে ফোনটির ডিজাইন সম্প্রতি লঞ্চ হওয়া Vivo Y75 5G-এর মতোই হতে চলেছে। এটিতে মর্ডান এসপেক্ট রেশিও সহ একটি টিয়ারড্রপ নচ ডিসপ্লে থাকবে। স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সিস্টেম দেওয়া হবে এবং নিরাপত্তার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত থাকবে। সর্বোপরি, Vivo T1 5G ফোনটির দাম ভারতের বাজারে ২০,০০০ টাকার আশেপাশে থাকবে বলে আশা করা হচ্ছে।