ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্টে BSNL এর বড় ঘোষণা, এই ডিসেম্বরেই চালু হচ্ছে 4G পরিষেবা

২০২৩ সাল শেষ হবার আগেই BSNL 4G পরিষেবা পেতে শুরু করবে গ্রাহকরা

অনেকদিন আগেই হাই-স্পিড 5G ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যে নেমে পড়েছে Relaince Jio এবং Bharti Airtel। এমন পরিস্থিতিতে 4G লঞ্চ করতে না পারায় অনেকটাই পিছিয়ে BSNL। যদিও TCS-এর সঙ্গে হাত মিলিয়ে অনেকদিন থেকেই 4G পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা করে চলেছে এই টেলিকম সংস্থাটি। কিন্তু ঠিক কবে থেকে সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন, তার সদুত্তর পাওয়া যাচ্ছিল না। তবে, এবার অপেক্ষার অবসান ঘটিয়ে BSNL এর তরফে নিশ্চিত করা হয়েছে যে, ২০২৩ সাল শেষ হবার আগেই 4G পরিষেবা পেতে শুরু করবে গ্রাহকরা। রিপোর্ট অনুযায়ী আগামী ডিসেম্বর মাসেই স্বল্প পরিসরে এই পরিষেবা শুরু করবে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীন এই টেলিকম সংস্থাটি।

পিটিটিআই-এর এই রিপোর্ট অনুযায়ী, সরকারি টেলিকম সংস্থারটির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পিকে পুরওয়ার জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসে BSNL পাঞ্জাবে 4G নেটওয়ার্ক লঞ্চ করার জন্য ২০০ টি সাইটে বিটা পরীক্ষা সম্পন্ন করেছে এবং সেখানে আরও ৩০০০ টি সাইট ইনস্টল করার প্রক্রিয়া শুরু করেছে।

তিনি আরও বলেছেন, ধীরে ধীরে এই নেটওয়ার্কের সংখ্যা প্রথমে ৬০০০, এবং তারপর প্রতি মাসে ৯,০০০, ১২,০০০ এবং ১৫,০০০ সাইটে স্কেল করা হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২৩ (IMC, 2023)-এর অনুষ্ঠানে তিনি আরো বলেন, ২০২৪ সালের জুন মাস থেকে দেশজুড়ে ৪জি পরিষেবা দিতে শুরু করবে বিএসএনএল।

IMC, 2023-এর ইভেন্টে তেজস নেটওয়ার্কস কর্তৃক প্রদত্ত রেডিও গিয়ারগুলিরও প্রদর্শন করা হয়েছে এবং জানানো হয়েছে, বিএসএনএল দেশে সম্পূর্ণ স্বদেশী ৪জি নেটওয়ার্ক লঞ্চ করবে। এমনকি, তাদের ৫জি নেটওয়ার্কও হবে সম্পূর্ণ স্বদেশী। কারণ, উভয় ক্ষেত্রেই তারা তেজস নেটওয়ার্ক-এর তৈরি একই সরঞ্জাম ব্যবহার করবে।

এছাড়াও, এই সরকারী টেলকোটির উদ্দেশ্য হল, যেসমস্ত গ্রামীণ এলাকার মানুষেরা এখনো হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না, সেই সমস্ত এলাকার মানুষদের কাছে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়া। আর এর মাধ্যমে তারা ভারতের ডিজিটাল বিভাজন কমিয়ে আনতে চায়।