১৮ মিনিটে অর্ধেক চার্জ হবে ব্যাটারি, লঞ্চের আগে Vivo T1 Pro 5G-এর ফিচার সামনে এল
ভিভো আগামী ৪ মে ভারতে Vivo T1 Pro 5G ও T1 44W লঞ্চ করবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে তার মধ্যে Pro মডেলটির ল্যান্ডিং পেজ...ভিভো আগামী ৪ মে ভারতে Vivo T1 Pro 5G ও T1 44W লঞ্চ করবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে তার মধ্যে Pro মডেলটির ল্যান্ডিং পেজ গত সপ্তাহ থেকে ফ্লিপকার্টে লাইভ করা হয়েছে। সেখান ভিভো স্মার্টফোনটির বিভিন্ন স্পেসিফিকেশনগুলি কনফার্ম করা শুরু করেছে। যেমন Snapdragon 778G প্রসেসরের সাথে আসবে Vivo T1 Pro 5G। এবার ডিভাইসটির ব্যাপারে আরও একটি বড় তথ্য শেয়ার করল ভিভো।
Vivo T1 Pro 5G সাপোর্ট করবে 66W ফাস্ট চার্জিং
ফ্লিপকার্টের লিস্টিং থেকে জানা গিয়েছে, ভিভো টি১ প্রো ৫জি-র ব্যাটারি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ভিভোর দাবি, এই হ্যান্ডসেট ১৮ মিনিটের মধ্যে জিরো থেকে পঞ্চাশ শতাংশ ফুল চার্জ হয়ে যাবে। এছাড়া, ভিভো টি১ প্রো ৫জি-র ব্যাক প্যানেলে প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল।
যাকে সঙ্গত দেবে ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ১১৭ ডিগ্রি ওফওভি ক্যামেরা। সেলফি ক্যামেরার ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি। তবে কম আলোতে সুপার নাইট ক্যামেরা ফিচার দুর্দান্ত ফটো তুলবে বলে দাবি করা হয়েছে। আবার কাল ভিভো টি১ প্রো ৫জি-র ডিসপ্লে স্পেসিফিকেশন প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, Vivo T1 Pro 5G সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া iQOO Z6 Pro 5G - এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলেও জল্পনা শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে ভিভোর ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ৪৭০০ এমএএইচ ব্যাটারির সাথে লঞ্চ হবে। দাম ২৫,০০০ টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়।