Vivo V21 5G নতুন ইউনিক ও বোল্ড Neon Spark কালার অপশনে আসছে, লঞ্চ কবে জেনে নিন

Vivo V21 5G খুব শীঘ্রই ভারতে সানসেট ড্যাজেল, আর্কটিক হোয়াইট, এবং ডাস্ক ব্লু রঙের পাশাপাশি নতুন নিওন স্পার্ক (Neon Spark) রঙের বিকল্পে পাওয়া যাবে বলে একটি রিপোর্ট থেকে সম্প্রতি জানা গিয়েছিল। যদিও এর লভ্যতা সম্পর্কে কোনো তথ্য এতদিন সামনে আসেনি। তবে ডিভাইসটির নতুন কালার ভ্যারিয়েন্ট কবে থেকে উপলব্ধ হবে, আজ তা সংস্থার তরফে অফিসিয়ালি জানানো হয়েছে। ভিভোর পক্ষ থেকে বলা হয়েছে, নিওন স্পার্ক নামের Vivo V21 5G ফোনের নয়া কালার ভ্যারয়েন্টটি আগামী ১৩ অক্টোবর এ দেশে লঞ্চ হবে।

ফোনটি নিওন স্পার্ক রঙে কেমন দেখতে হবে, ভিভো তার ধারণা দেওয়ার জন্য একটি ভিডিও টিজারও শেয়ার করেছে। প্রসঙ্গত, স্ট্যান্ডার্ড মডেলের স্পেসিফিকেশনের সাথে Vivo V21 5G ফোনের নিওন স্পার্ক ভ্যারিয়েন্টের কোনও পার্থক্য থাকবে না।

এপ্রিলের শেষান্তে ভারতে লঞ্চ হওয়া ভিভো ভি২১ ৫জি ফোনে আছে ৬.৪৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

ভিভো ভি২১ ৫জি ফোনের মূল আকর্ষণ এর ক্যামেরা। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার ও OIS সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচারযুক্ত ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে পাওয়া যাবে OIS সাপোর্ট সহ ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (এফ/২.০)।

Vivo V21 5G ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮০০ইউ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে পাওয়া যায়। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন