Vivo V2220A, Vivo V2166BA মিড রেঞ্জে দুর্দান্ত ফিচার সহ আসছে, 3C ও TENAA থেকে পেল অনুমোদন

দেখতে দেখতেই আমরা ২০২২-এর দ্বিতীয়ার্ধে পা রেখেছি। আর ইতিমধ্যেই মোবাইল প্ল্যাটফর্ম প্রস্তুতকারক কোয়ালকম (Qualcomm) গত ডিসেম্বরে লঞ্চ হওয়া Snapdragon 8 Gen 1-এর মিড-ইয়ার রিফ্রেশ হিসেবে উন্মোচন করেছে Snapdragon 8+ Gen 1 চিপটি। বর্তমানে বেশ কিছু স্মার্টফোন নির্মাতা এই চিপসেট দ্বারা চালিত ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি বাজারে উন্মোচন করতেও শুরু করেছে। আরও কয়েকটি সংস্থা চলতি মাসেই SD8 + G1 সহ তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তবে এক্ষেত্রে অন্যতম লিডিং স্মার্টফোন ব্র্যান্ড ভিভো এখনও কোনও পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে না। কোম্পানি গত সপ্তাহে Vivo Y77 5G উন্মোচন করলেও, ব্র্যান্ডের কোনও নতুন ফ্ল্যাগশিপ বা হাই-এন্ড ফোন শীঘ্রই বাজারে আসছে বলে জানা যায়নি। তবে এবার একটি নতুন রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, ভিভোর দুটি নতুন ডিভাইস চীনের 3C (CCC) ও টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে এবং এগুলি আগস্ট মাসেই চীনের বাজারে পা রাখতে পারে। যদিও, এগুলির কোনোটিই Snapdragon 8+ Gen 1 চিপ দ্বারা চালিত ফ্ল্যাগশিপ ফোন নয়।

Vivo V2220A পেল 3C-এর অনুমোদন

V2220A মডেল নম্বর সহ একটি নতুন ভিভো ফোন চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। ৫জি কানেক্টিভিটি যুক্ত এই ডিভাইসটিকে সাইটে ৮০ ওয়াট চার্জার সহ দেখা গেছে। জানিয়ে রাখি, বাজারে বিদ্যমান ভিভো এস১৫ প্রো, ভিভো এক্স৮০, ভিভো এক্স৮০ প্রো, ভিভো এক্স নোট এবং ভিভো ওয়াই৭৭ ৫জি-এর মতো ভিভো হ্যান্ডসেটগুলিতে ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করে এবং এগুলি সবকটিই ব্র্যান্ডের হাই-এন্ড অফার। তাই, মনে করা হচ্ছে যে, V2202A ব্র্যান্ডের একটি হাই মিড-রেঞ্জ ডিভাইস হবে। বর্তমানে, এই ডিভাইসের বাণিজ্যিক নামটি জানা যায়নি। তবে, অনুমান করা হচ্ছে ডিভাইসটি তার সমস্ত প্রধান স্পেসিফিকেশন সহ শীঘ্রই চীনের আরেক গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন প্ল্যাটফর্ম টেনা (TENAA)-এ উপস্থিত হবে।

Vivo V2166BA লাভ করলো TENAA সার্টিফিকেশন

V2166BA মডেল নম্বর সহ একটি নতুন ভিভো ফোন চীনের টেনা (TENAA) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন লাভ করেছে। এরও চূড়ান্ত বাণিজ্যিক নামটি প্রকাশ্যে আসেনি। তবে চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া Vivo Y33s 5G হ্যান্ডসেটটির মডেল নম্বর ছিল Vivo V2166A। তাই আসন্ন Vivo V2166BA মডেলটি Y33s 5G-এর একটি ভ্যারিয়েন্ট হবে বলে মনে করা হচ্ছে।

তবে নাম না জানা গেলেও, TENAA সার্টিফিকেশন থেকে আপকামিং ভিভো ডিভাইসটির মূল স্পেসিফিকেশন এবং ডিজাইনটি সামনে এসেছে। তালিকা অনুসারে, V2166BA-এ ৬.৫৮ ইঞ্চির ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে থাকবে। ডিভাইসটি একটি ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, Vivo V2166BA-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪,৯১০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। চলতি মাসের শুরুতে, এই ভিভো হ্যান্ডসেটটি 3C কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছিল। এর 3C তালিকা প্রকাশ করেছে যে, এটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। এই সব বৈশিষ্ট্যগুলি দেখে মনে করা হচ্ছে, Vivo V2166BA একটি মিড-রেঞ্জ হ্যান্ডসেট হবে।