Vivo V23 5G শীঘ্রই ভারত ও বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে, পেল BIS ও SIRIM থেকে ছাড়পত্র

চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা Vivo তাদের V23 সিরিজের অধীনে Vivo V23e ফোনটি এবছর নভেম্বর মাসে বাজারে লঞ্চ করেছিল। এই ফোনের ৪জি ও ৫জি দুটি ভ্যারিয়েন্ট জনসমক্ষে এসেছে। তারপর থেকেই এই সিরিজের অন্যান্য স্মার্টফোনগুলিও খুব শীঘ্রই বাজারে পা রাখতে পারে বলে জল্পনা শুরু হয়। এমনকি কয়েকদিন আগে শোনা যায় এই সিরিজের প্রো মডেল, অর্থাৎ Vivo V23 Pro জানুয়ারিতে আত্মপ্রকাশ করবে। আর এখন Vivo V23 সিরিজের বেস মডেল, Vivo V23 5G ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) ও স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মালয়েশিয়া বা এসআইআরআইএম (SIRIM) থেকে সার্টিফিকেশন লাভ করেছে। এ থেকে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই ভারত এবং মালয়েশিয়ার বাজারে আত্মপ্রকাশ করবে Vivo V23 স্মার্টফোনটি।

Vivo V23 5G কে BIS ও SIRIM -এর সাইটে দেখতে পাওয়া গেল

উল্লেখ্য, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ও স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মালয়েশিয়া- ভারত ও মালয়েশিয়ার সার্টিফিকেশন সাইট। V2130 মডেল নম্বর সহ ভিভো ভি২৩ স্মার্টফোনটি বিআইএস ও এসআইআরআইএম -এর সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে।

এর আগে একটি রিপোর্ট থেকে জানা যায়, Vivo V23 5G ফোনের স্পেসিফিকেশনগুলি Vivo V23e 5G-এর মতোই হতে পারে। তবে এই ফোনের ক্যামেরা ও প্রসেসরটি Vivo V23e 5G থেকে উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। বলাই বাহুল্য এই নতুন ফোনটি Vivo V21 ফোনের উত্তরসূরী হিসেবে আসবে। তবে এটি Vivo v23e ফোনের মতো ৪জি সংস্করণেও পাওয়া যাবে কিনা তা জানা যায়নি। আশা করা যায় লঞ্চের আগে বিভিন্ন লিক ও রিপোর্ট থেকে এর সম্পর্কে আরও অনেক তথ্য প্রকাশ্যে আসবে।

প্রসঙ্গত, এই সিরিজের প্রো মডেল, Vivo V23 Pro 5G কে সম্প্রতি মিডিয়াটেক ডিমেনসিটি ১২০০ প্রসেসর সহ বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে (Geekbench) দেখা গেছে। এই ফোনে কালার চেঞ্জিং ফ্লোরাইট গ্লাস ডিজাইন দেখা যেতে পারে।