Vivo V23 5G, Vivo V23 Pro 5G আজ ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার আগেভাগে জেনে নিন

প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ৫ই জানুয়ারি একটি লাইভ ভার্চুয়াল ইভেন্টে ভারতে লঞ্চ হতে চলেছে Vivo V23 সিরিজ। এই লঞ্চ ইভেন্টের মাধ্যমে চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি এই বহু প্রতীক্ষিত ‘কালার চেঞ্জিং’ সিরিজের অধীনে দুটি স্মার্টফোন নিয়ে আসবে – Vivo V23 5G ও Vivo V23 Pro 5G। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে সংস্থার তরফ থেকে এই সিরিজ কেন্দ্রিক প্রমোশনাল ভিডিও এবং টিজার সামনে আনা হচ্ছিলো। যেখান থেকে সিরিজ অধীনস্থ স্মার্টফোন-দ্বয়ের ফিচার সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে আসে। আবার গতকাল এক দেশীয় অনলাইন রিটেল সংস্থার অনিচ্ছাকৃত ভুলের কারণে আসন্ন ফোন গুলির দাম ও যাবতীয় কী-ফিচারের তালিকা লঞ্চের আগেই ফাঁস হয়ে গেছে। আসুন Vivo V23 সিরিজের দাম, ফিচার এবং লঞ্চ ইভেন্টের প্রসঙ্গে বিশদে জেনে নেওয়া যাক।

কোথায় দেখা যাবে ভিভো আয়োজিত লাইভ ভার্চুয়াল লঞ্চ ইভেন্টটি? (Vivo V23 launch event livestream)

ভিভোর ভি২৩ সিরিজের জন্য আয়োজিত ভার্চুয়াল লঞ্চ ইভেন্টটি আজ দুপুর ১২টা নাগাদ লাইভ হবে।ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ইভেন্ট দেখা যাবে। সংস্থার বিবৃতি অনুসারে, জনপ্রিয় সেলিব্রিটি রোহিত সরফ (Rohit Saraf) এবং সানজানা সাঙ্ঘীর (Sanjana Sanghi) এই ইভেন্ট হোস্ট করবেন৷

ভিভো ভি২৩ ৫জি, ভিভো ভি২৩ প্রো ৫জি দাম (Vivo V23 5G, Vivo V23 Pro 5G price)

গতকাল অনলাইন সেলার বিজয় সেলস (Vijay Sales) এর মাধ্যমে ভিভো ভি২৩ ও ভিভো ভি২৩ প্রো ফোন দুটির সমস্ত ভ্যারিয়েন্টের মূল্য সামনে এসেছে। এক্ষেত্রে, জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদবের শেয়ার করা পোস্ট অনুযায়ী, ভিভো ভি২৩ সিরিজের উভয় ফোনই দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসবে। যার মধ্যে, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকতে পারে ৩১,৯৯০ টাকা। আর, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯০ টাকা রাখা হবে।

আবার, ভিভো ভি২৩ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৪১,৯৯০ টাকা ধার্য করা হতে পরে। এছাড়া, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বাজার মূল্য ৪৫,৯৯০ টাকা হওয়ার সম্ভাবনা আছে।

ভিভো ভি২৩ ৫জি স্পেসিফিকেশন (Vivo V23 5G specifications)

ভিভো ভি২৩ স্মার্টফোনে দেখা যাবে একটি ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিনে রান করবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ফোনের পেছনে ট্রিপল ক্যামেরা ইউনিট দেওয়া হবে। এগুলি হল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আর, পাওয়ার ব্যাকআপের জন্য উক্ত ফোনে ৪,২০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যার সাথে ৪৪ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ভিভো ভি২৩ প্রো ৫জি স্পেসিফিকেশন (Vivo V23 Pro 5G specifications)

গুঞ্জন শোনা যাচ্ছে, চীনে লঞ্চ হওয়া Vivo S12 Pro স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ভিভো ভি২৩ প্রো ৫জি ভারতের বাজারে আসতে পারে। সেক্ষেত্রে, আসন্ন এই ফোনটি, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড এজ AMOLED ডিসপ্লে সহ আসবে। জানা যাচ্ছে, এই মডেলটির ডিসপ্লে নচ তুলনায় প্রশস্ত হবে। যাইহোক, সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের ন্যায় এই প্রো ভার্সনেও অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ পাওয়া যাবে। আর, প্রসেসরের ক্ষেত্রে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ চিপসেট ব্যবহার করা হতে পারে। তদুপরি, ফোনের রিয়ার প্যানেলে, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার সমেত ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। ভিভো ভি২৩ প্রো ৫জি স্মার্টফোনে ৪,৩০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি থাকবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago