Vivo V23, Vivo V23 Pro আগামী ৪ জানুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে, ফাঁস হল পোস্টার

গত কয়েক দিন ধরেই আসন্ন Vivo V23 সিরিজটির প্রসঙ্গ বিভিন্ন রিপোর্টে উঠে আসছে। এই সিরিজের অধীনে Vivo V23 ও Vivo V23 Pro- এই ফোন দুটি…

গত কয়েক দিন ধরেই আসন্ন Vivo V23 সিরিজটির প্রসঙ্গ বিভিন্ন রিপোর্টে উঠে আসছে। এই সিরিজের অধীনে Vivo V23 ও Vivo V23 Pro- এই ফোন দুটি বাজারে পা রাখতে পারে। ইতিমধ্যেই জানতে পারা গেছে Vivo V23 সিরিজের বেস মডেলটি বিআইএস (BIS) ও এসআইআরআইএম (SIRIM)- মত গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। এমনকি এই সিরিজের একটি প্রমোশনাল ভিডিও প্রো কাবাডি লিগ চলাকালীন স্টার স্পোর্টস চ্যানেলে প্রদর্শিতও হয়েছে। আর এখন Vivo V23 সিরিজের স্মার্টফোনের একটি পোস্টার প্রকাশ্যে এসেছে। সেই পোস্টারে দাবি করা হয়েছে, ভিভোর এই নতুন সিরিজটি ভারতের বাজারে আগামী বছর ৪ জানুয়ারি আত্মপ্রকাশ করতে চলেছে।

Vivo V23 সিরিজের লঞ্চের তারিখ জানা গেল নতুন পোস্টার থেকে

91Mobiles তাদের একটি রিপোর্টে প্রকাশ্যে এনেছে ভিভো ভি২৩ সিরিজের নতুন পোস্টারটি। ইন্ডাস্ট্রি সোর্স থেকে সংগ্রহ করা এই পোস্টারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ভিভোর এই নতুন সিরিজটির লঞ্চের তারিখ। ২০২২ -এর ৪ জানুয়ারি ভিভো তাদের এই নতুন সিরিজের ওপর থেকে পর্দা সরাবে বলেই মনে করা হচ্ছে। নতুন পোস্টারটি থেকে আরো জানা গেছে, ভিভো ভি২৩ সিরিজের স্মার্টফোনের ডিসপ্লের উপর অবস্থিত ওয়াইড নচের ভেতর দেখতে পাওয়া যেতে পারে দুটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

Vivo V23 Pro India Launch Date January 4

মনে করা হচ্ছে পোস্টারে প্রকাশ্যে আসা স্মার্টফোনটি Vivo V23 সিরিজের ‘Pro’ ভারিয়েন্টটি হতে পারে, যেটিকে সম্প্রতি স্টার স্পোর্টসে প্রো কাবাডি লিগ চলাকালীন বিজ্ঞাপনী টিজার ভিডিওতেও দেখা গেছে। অনুমান করা হচ্ছে, এই ফোনটি এসপ্তাহের শুরুর দিকে চীনের বাজারে লঞ্চ হওয়া Vivo S12 Pro স্মার্টফোনটির টুইকড ভার্সন হতে চলেছে।

অন্যদিকে Vivo V23 বেস মডেলটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) ও স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিউট অফ মালয়েশিয়া (SIRIM) সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। তবে এই ফোনটির সম্পর্কে এর চেয়ে বেশি কিছু এখনো পর্যন্ত জানতে পারা যায়নি।

জানিয়ে রাখি, এ বছরের নভেম্বর মাসে বিশ্ব বাজারে Vivo V23 সিরিজের অধীনে Vivo V23e ফোনটি লঞ্চ হয়। এই স্মার্টফোনটির ৪জি (Vivo V23e) ও ৫জি (Vivo V23e 5G) ভ্যারিয়েন্টে এসেছে। তবে Vivo V23e বা Vivo V23e 5G – কোনোটিই ভারতের বাজারে পা রাখেনি এবং এখনও জানা যাচ্ছে না এই মডেলটি ৪ জানুয়ারি ভারতে লঞ্চ হবে কিনা।