2.5 লক্ষ ফটো সেভ করার ক্ষমতা নিয়ে আসছে Realme Narzo 60 সিরিজ, খুব তাড়াতাড়ি লঞ্চ

রিয়েলমি (Realme) বর্তমানে তাদের জনপ্রিয় Narzo সিরিজের পরবর্তী প্রজন্মের স্মার্টফোনগুলি ভারতীয় বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি গিকবেঞ্চ থেকে Realme Narzo 60 সম্পর্কে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। আর এখন, কোম্পানি ভারতে খুব শীঘ্রই Realme Narzo 60 সিরিজ লঞ্চের ইঙ্গিত দিয়েছে। অ্যামাজনে এই সিরিজের একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। এটি থেকে আসন্ন Narzo 60 লাইনআপের সম্পর্কে কি কি তথ্য সামনে এল, আসুন জেনে নেওয়া যাক।

Realme Narzo 60 খুব শীঘ্রই আসছে ভারতীয় বাজারে

রিয়েলমি নার্জো ৬০ সিরিজের অ্যামাজন মাইক্রোসাইটটি প্রকাশ করে যে, ডিভাইসটিতে ২,৫০,০০০টি ফটো সেভ করার ক্ষমতা থাকবে। অর্থাৎ এটি ২৫৬ জিবি স্টোরেজ অফার করতে পারে। এছাড়াও এই মাইক্রোসাইট নিশ্চিত করেছে যে, নার্জো ৬০ সম্পর্কে আরও তথ্য আগামী ২২ এবং ২৬ জুন প্রকাশ করা হবে। তাই এই সিরিজটি সম্ভবত জুন মাসের শেষ থেকে জুলাইয়ের প্রথমদিকের মধ্যেই ভারতে আত্মপ্রকাশ করবে।

আগেই উল্লেখ করা হয়েছে যে, রিয়েলমি নার্জো ৬০ ৫জি ইতিমধ্যেই গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে দেখা গেছে। যা প্রকাশ করেছে যে, এই ফোনের মডেল নম্বর RMX3750। এছাড়াও জানা গেছে যে, হ্যান্ডসেটটি ৮ জিবি র‍্যাম অফার করবে ও অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। লিস্টিংয়ে উল্লিখিত তথ্য অনুযায়ী, নার্জো ৬০ ৫জি সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৬২০০ প্রসেসর দ্বারা চালিত হবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ডিভাইসটি গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল কোর টেস্টে ৭১৪ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,৮৬৮ পয়েন্ট স্কোর করেছে।

এছাড়া, এই মুহূর্তে নার্জো ৬০ সম্পর্কে আর কিছু জানা যায়নি। তাই লঞ্চের পর এটি কি কি অফার করতে পারে, সে সম্পর্কে ধারণা পেতে চলুন রিয়েলমি নার্জো ৫০ ৫জি-এর স্পেসিফিকেশনগুলি একবার দেখে নেওয়া যাক।

Realme Narzo 50 5G-এর স্পেসিফিকেশন

গত বছর মে মাসে লঞ্চ হওয়া Realme Narzo 50 5G-তে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর দ্বারা চালিত, যা এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ২.১ স্টোরেজের সাথে যুক্ত। Narzo 50 5G অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) ইউজার ইন্টারফেসে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Realme Narzo 50 5G-এর রিয়ার প্যানেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Narzo 50 5G-তে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ডুয়েল স্টেরিও স্পিকার, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট অন্তর্ভুক্ত রয়েছে।