Vivo V23e 5G আজ ভারতে আসছে, লঞ্চের সময় ও দাম জেনে নিন

Vivo V23e 5G আজ, ২১ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনটি Vivo V23 সিরিজের তৃতীয় ফোন হবে। এর আগে এই সিরিজের দুটি ফোন ভারতে পা রেখেছে – Vivo V23 5G ও Vivo V23 Pro 5G। এদিকে গতবছর মালয়েশিয়ায় আত্মপ্রকাশ করেছিল Vivo V23e 5G। এই ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ৬.৪৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ভিভো ভি২৩ই ৫জি ইভেন্ট লাইভস্ট্রিম ডিটেইল (Vivo V23e 5G event livestream details)

আজ দুপুর বারোটায় ভিভো ভি২৩ই ভারতে লঞ্চ হতে চলেছে। ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও কোম্পানির নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে এই ফোনের লঞ্চ ইভেন্ট দেখা যাবে।

ভিভো ভি২৩ই ৫জি ভারতে সম্ভাব্য দাম (Vivo V23e 5G expected price in India)

ভারতে ভিভো ভি২৩ই ৫জি ফোনের দাম রাখা হবে ৩০,০০০ টাকার কম। কিছুদিন আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, এই ফোনের এমআরপি রাখা হবে ২৮,৯৯০ টাকা। তবে ফোনটি ২৫,৯৯০ টাকায় পাওয়া যাবে।

ভিভো ভি২৩ই ৫জি স্পেসিফিকেশন (Vivo V23e 5G Specifications)

মালয়েশিয়ায় লঞ্চ হওয়ার সুবাদে Vivo V23e 5G ফোনের স্পেসিফিকেশন আমাদের জানা। এই ফোনে রয়েছে ৬.৪৪ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০ x ২,৪০ পিক্সেল) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ অক্টা-কোর প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (FunTouch OS 12) ইউজার ইন্টারফেস।

এছাড়া এই ফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ ও ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V23e 5G ফোনে ৪৪ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৪,০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।