Vivo V23e ভারতে আসার আগেই দাম ফাঁস, সামনে এল Vivo V23 Pro 5G-এর মূল্যও
ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে যে আগামী ৫ই জানুয়ারি Vivo V23 5G (ভিভো ভি২৩ ৫জি) এবং Vivo V23 Pro 5G (ভিভো ভি২৩ প্রো ৫জি) নামক নতুন দুটি স্মার্টফোন ভারতীয় বাজারে পা রাখবে। এমনকি আসন্ন ফোনদ্বয়ের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দামের বিশদও প্রকাশিত হয়েছে৷ কিন্তু এখন শোনা যাচ্ছে যে দুটি নয়, বরঞ্চ Vivo V23 লাইনআপে আরো একটি ফোন ভারতে আসবে, যার নাম Vivo V23e। তবে এই তৃতীয় ডিভাইসটি, প্রাথমিক মডেলদুটি লঞ্চ হওয়ার পর আগামী বছরের ফেব্রুয়ারিতে চালু হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এই Vivo V23e হ্যান্ডসেটটি নভেম্বরে থাইল্যান্ডে আত্মপ্রকাশ করেছিল।
ভিভো ভি২৩ই ভারতে দাম (সম্ভাব্য) (Vivo V23e expected price in India)
রিপোর্ট অনুযায়ী, ভারতে ভিভো ভি২৩ই ফোনের দাম ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে হতে পারে। এদিকে টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন যে ভিভো ভি২৩ প্রো ৫জি মডেলের মূল্য ৩৭,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে থাকবে।
Vivo V23e ফোনের স্পেসিফিকেশন
ভিভো ভি২৩ই ফোনটি ইতিমধ্যেই থাইল্যান্ডে উপলব্ধ, ফলে এর স্পেসিফিকেশন আমাদের জানা। ভিভো ভি২৩ই ৫জি ফোনে ৬০ হার্টজ স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেটসহ ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি+ (রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর দ্বারা চালিত হয়। এতে আছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। আবার এতে বিদ্যমান অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক Funtouch OS 12 কাস্টম স্কিন। যেখানে পাওয়ার ব্যাকআপের জন্য ইউজাররা ভি২৩ই মডেলে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমেত ৪,০৫০ এমএএইচ ব্যাটারি পাবেন।
ফটো বা ভিডিওগ্রাফির কথা বললে, Vivo V23e ফোনের ওয়াটার ড্রপ নচের মধ্যে ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। আবার পিছনে উপস্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে এফ/১.৮ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচারসহ ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচারসহ ২ মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে। কানেক্টিভিটি অপশন হিসেবে এতৈ মিলবে ডুয়াল সিম, ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং জিপিএস।