দাম কমলো Vivo V23e 5G ও Vivo Y21T ফোনের, এত কমে এই প্রথম

ভিভো তাদের ভারতীয় গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সুখবর। এখন সংস্থার মিড-রেঞ্জ ও বাজেট রেঞ্জের দুটি হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে আরও কম দামে। ভিভো আনুষ্ঠানিকভাবে মিড রেঞ্জের Vivo V23e 5G এবং বাজেট রেঞ্জের Vivo Y21T ফোন দুটির দাম কমানোর ঘোষণা করেছে। কোম্পানির V এবং Y সিরিজের এই দুই ডিভাইসই চলতি বছরের শুরুতে ভারতে লঞ্চ করা হয়েছিল। Vivo V23e 5G এদেশে গত ফেব্রুয়ারি মাসে উন্মোচিত হয় এবং Vivo Y21T ভারতীয় বাজারে পা রাখে গত জানুয়ারিতে। প্রসঙ্গত, V23 সিরিজে অন্তর্ভুক্ত V23e 5G Dimensity 810 প্রসেসর দ্বারা চালিত এবং এটি একটি ৫জি ডিভাইস। অন্যদিকে, Vivo Y21T হল Snapdragon 680 চিপসেট দ্বারা চালিত একটি ৪জি ফোন। দুটি হ্যান্ডসেটেরই এখন ১,০০০ টাকা কম দামে কেনা যাবে। চলুন দেখে নেওয়া যাক এই ডিভাইসগুলির নতুন মূল্য।

ভিভো ভি২৩ই ৫জি এবং ভিভো ওয়াই২১টি-এর নতুন দাম (Vivo V23e 5G and Vivo Y21T New Price in India)

ভিভো ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO), জেরোম চেন ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন, যাতে উল্লিখিত মডেলগুলির দাম কমানোর বিষয়ে নিশ্চয় করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ২৫,৯৯০ টাকায় লঞ্চ হওয়া ভিভো ভি২৩ই ৫জি এখন ২৪,৯৯০ টাকায় পাওয়া যাবে। আর চলতি বছরের শুরুতে ভিভো ওয়াই২১টি ফোনটি ১৬,৪৯৯ টাকায় লঞ্চ হয়, তবে এখন এটির দাম কমিয়ে ১৫,৪৯৯ টাকা করা হচ্ছে।

জনপ্রিয় ভারতীয় ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট (Flipkart)-এ ভিভো ভি২৩ই ৫জি নতুন দামের সাথে পাওয়া যাচ্ছে। তবে ভিভো ওয়াই২১টি নতুন মূল্যের সাথে ফ্লিপকার্টের পাশাপাশি অ্যামাজন (Amazon)-এও উপলব্ধ রয়েছে। এছাড়াও, আইসিআইসিআই (ICICI), ওয়ানকার্ড (OneCard), এসবিআই (SBI), বিওবি (BoB), কোটাক (Kotak), এইউ (AU), আইডিএফসি (IDFC) এবং ফেডারেল ব্যাঙ্ক (Federal Bank)-এর কার্ড দিয়ে পেমেন্ট করলে ভিভো ভি২৩ই ৫জি-এর দামের ওপর আরও ২,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে৷ আর আইসিআইসিআই (ICICI), ওয়ানকার্ড (OneCard), এসবিআই (SBI), বিওবি (BoB), কোটাক (Kotak), এইউ (AU), আইডিএফসি (IDFC) এবং ফেডারেল ব্যাঙ্ক (Federal Bank)-এর কার্ডধারীরা ভিভো ওয়াই২১টি-এর দামের ওপর ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন৷

ভিভো ভি২৩ই ৫জি এবং ভিভো ওয়াই২১টি-এর স্পেসিফিকেশন (Vivo V23e 5G and Vivo Y21T Specifications)

Vivo V23e 5G-এ ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪৪ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর দ্বারা চালিত। এতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ মিলবে। ক্যামেরার ক্ষেত্রে, Vivo V23e 5G-তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V23e 5G-তে ৪,০৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যদিকে, Vivo Y21T ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৮ ইঞ্চির ফুল-এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে সহ এসেছে। এই হ্যান্ডসেটে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ অক্টা-কোর প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করে। ফটোগ্রাফির জন্য, Vivo Y21T-এর রিয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপ্থ ক্যামেরা বর্তমান৷ সেলফির জন্য, ফোনটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y21T ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷