অসাধারণ ক্যামেরা নিয়ে ভারতে আসছে Vivo V40 ও V40 Pro, লঞ্চ হতে পারে আগস্টে

ভিভো ভি৪০ সিরিজটি খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে। লঞ্চের আগে এখন ফোনগুলির ক্যামেরা সর্ম্পকে আকর্ষণীয় তথ্য সামনে এসেছে।

Vivo V40 And V40 Pro May Launch In India Next Month With Zeiss Camera System

ভিভো গত মাসে ইউরোপে ভিভো ভি৪০ ৫জি, ভিভো ভি৪০ লাইট ৫জি এবং ভিভো ভি৪০ এসই ৫জি স্মার্টফোনগুলি উন্মোচন করেছে। সম্প্রতি জানা গেছে যে কোম্পানি আগামী মাসে ভারতীয় বাজারে ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো লঞ্চ করার পরিকল্পনা করছে। আর এখন এক ইন্ডাস্ট্রি ইনসাইডারের সৌজন্যে জানা গেছে যে, ভারতে আসন্ন ভিভো ভি৪০ লাইনআপে জেইস ইমেজিং সিস্টেম থাকবে। আসুন এপ্রসঙ্গে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

সামনে এল ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো ক্যামেরার বিবরণ

ভিভো এবং বিখ্যাত ক্যামেরার লেন্স প্রস্তুতকারক, জেইস ২০২০ সালে ভিভো এক্স৬০ সিরিজের লঞ্চের সময় থেকে পার্টনারশিপে রয়েছে। এই কোলাবরেশনের চার বছর হয়ে গেছে। প্রাথমিকভাবে জেইস ইন্টিগ্রেশন এক্স সিরিজের জন্য এক্সক্লুসিভ থাকলেও, পরে এটি ভিভো ভি৩০ প্রো ফোনে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা এই বছরের মার্চ মাসে লঞ্চ হয়।

মাইস্মার্টপ্রাইসের নতুন রিপোর্ট অনুযায়ী, আসন্ন ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো ফোনেও জেইস দ্বারা টিউন করা ক্যামেরা থাকবে বলে জানা গেছে। ভিভো ভি৪০ এই প্রযুক্তি যুক্ত প্রথম স্ট্যান্ডার্ড মডেল হিসাবে মাইলফলক অর্জন করবে। এছাড়া, উভয় ফোনই একটি ‘বেস্ট-ইন-ক্লাস’ ইমেজিং এক্সপেরিয়েন্স প্রদান করবে বলে আশা করা হচ্ছে, যা সম্ভাব্যভাবে ভিভো ভি সিরিজের স্মার্টফোন ফটোগ্রাফিকে অন্য মাত্রায় নিয়ে যাবে। এর পাশাপাশি, মাল্টিফোকাল পোর্ট্রেট ইউজারদের জেইস-স্টাইল পোর্ট্রেটের সাথে ইন্টিগ্রেট করে বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে পরীক্ষা করতে দেবে।

ভিভো ভি৪০ (ইউরোপীয় সংস্করণ) ফোনের স্পেসিফিকেশন

ভিভো ভি৪০ ফোনে ৬.৭৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ২,৮০০×১,২৬০ পিক্সেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪,৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরে চলে, যা গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭২০ জিপিইউ-এর সাথে যুক্ত। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ফানটাচ ওএস ১৪ অপারেটিং সিস্টেমে রান করে। ভিভো ভি৪০ ফোনে সর্বোচ্চ ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য, ভিভো ভি৪০ ফোনে এফ/১.৮৮ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের জেইস ক্যামেরা, এফ/২.০ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের জেইস আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, অরা লাইট ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা অবস্থান করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভো ভি৪০ ফোনে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৮০ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য, হ্যান্ডসেটে ডুয়েল-সিম, ৫জি, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.৪, এনএফসি, জিপিএস সাপোর্ট করে। ডিভাইসটির পরিমাপ ১৬৪.১৬ x ৭৪.৯৩ x ৭.৫৮ মিলিমিটার এবং এর ওজন ১৯০ গ্রাম। হ্যান্ডসেটটি ইউরোপে স্টেলার সিলভার এবং নেবুলা পার্পল কালার অপশনে পাওয়া যায়।