স্মার্টফোনে মার্কেটে সুনামি তুলবে Vivo V40 সিরিজ, 50 মেগাপিক্সেলের চারটি ক্যামেরা থাকছে

ভিভো ভি৪০ সিরিজের আগমনের অপেক্ষায় বহু ক্রেতা। এই সিরিজের অধীনে ভিভো ভি৪০ ও ভিভো ভি৪০ নামে দু’টি ফোন লঞ্চ হবে ভারতে। ভিভো ভি৪০ লাইনআপের ল্যান্ডিং…

Vivo V40 Series Camera Specs Color Options Officially Revealed Ahead Of Launch In India

ভিভো ভি৪০ সিরিজের আগমনের অপেক্ষায় বহু ক্রেতা। এই সিরিজের অধীনে ভিভো ভি৪০ ও ভিভো ভি৪০ নামে দু’টি ফোন লঞ্চ হবে ভারতে। ভিভো ভি৪০ লাইনআপের ল্যান্ডিং পেজ এখন এদেশে সংস্থার ওয়েবসাইটে লাইভ হয়েছে। অফিশিয়াল টিজার থেকে ভিভো ভি৪০ সিরিজ সম্পর্কে প্রচুর আকর্ষণীয় ফিচার্স প্রকাশ্যে এসেছে। ক্যামেরা ডিপার্টমেন্টে চমকে দেবে ভিভোর এই নতুন স্মার্টফোন।

জেইস অপটিক্সের সঙ্গে ভিভো ভি৪০ ও ভিভো ভি৪০ প্রো লঞ্চ হবে ভারতে। এই সিরিজে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এবং ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। প্রাইমারি ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯২১ সেন্সর। এছাড়া বাকি দুই ক্যামেরা হল, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ও ২x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

উপরের ক্যামেরা স্পেসিফিকেশনগুলি ভিভো ভি৪০ প্রো মডেলের বলেই মনে করা হচ্ছে। ছবিতে এই ডিভাইসে কার্ভড এজ ওলেড প্যানেল ও ডিম্বাকৃতি ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। ভিতরে রয়েছে এলইডি রিং ফ্ল্যাশ। প্রসঙ্গত, সম্প্রতি এই ফোনটি ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট, অ্যান্ড্রয়েড ১৪ এবং ৮ জিবি র‍্যামের সঙ্গে গিকবেঞ্চ ডেটাবেসে দেখা গিয়েছিল।

ভিভো ভি৪০ সিরিজ ৫,৫০০ এমএএইচ ব্যাটারির সবচেয়ে পাতলা (৭.৫৮ মিমি) ফোন বলে দাবি কোম্পানির। এটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। স্ট্যান্ডার্ড ও প্রো উভয় মডেল আইপি৬৮ ওয়াটার রেজিট্যান্স অফার করবে। ভিভো ভি৪০ ও ভি৪০ প্রো টাইটেনিয়াম গ্রে, গাঙ্গেস ব্লু, ও লোটাস পার্পল কালার অপশনে উপলব্ধ হবে।