Vivo X Fold 2: লঞ্চের আগেই প্রকাশ্যে ভিভোর নতুন ফোল্ডেবল ফোন আনবক্স করার ভিডিয়ো

ভিভো তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল সিরিজের অধীনে Vivo X Fold 2 স্মার্টফোনটি এপ্রিল মাসেই বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে তার আগেই, এই ফোল্ডেবল ফোনটিকে চলতি সপ্তাহে চীনের ২০২৩ বোয়াও ফোরামে প্রদর্শন করা হয়েছে। আর এখন এক চীনা ব্লগার আসন্ন Vivo X Fold 2-এর একটি আনবক্সিং ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। এই আনবক্সিং ভিডিওটি সমস্ত কোণ থেকে ফোল্ডেবল ডিভাইসটির ডিজাইন প্রকাশ করেছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আসন্ন লঞ্চের আগে ভিভোর এই আপকামিং হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে।

সামনে এল Vivo X Fold 2- এর আনবক্সিং ভিডিও

ফ্লাইপিগ নামের একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) অ্যাকাউন্ট থেকে ভিভো এক্স ফোল্ড ২-এর একটি আনবক্সিং ভিডিও শেয়ার করা হয়েছে। এতে দেখা গেছে যে, ফোল্ডেবল ফোনটির লাল রঙের ব্যাক প্যানেলে ডুয়াল-টোন লুক রয়েছে। রিয়ার শেলের যে অংশে বৃত্তাকার ক্যামেরা মডিউল, জেইস (ZEISS) ব্র্যান্ডিং এবং ভিভো লোগোটি অবস্থান করছে, সেই অংশটিতে রয়েছে লেদার ফিনিশ, আর প্যানেলের বাকি অংশটি গ্লসি।

আবার, ভিভো এক্স ফোল্ড ২-এর ক্যামেরা মডিউলটিতে তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি রিং এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনটির কভার ডিসপ্লেতে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট এবং কার্ভড এজ ডিজাইন দেখা গেছে। ডিভাইসের ডান দিকে একটি ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। হ্যান্ডসেটটির ওপরের প্রান্তে একটি স্পিকার এবং একটি মাইক্রোফোন এবং নীচের অংশে একটি স্পিকার, একটি মাইক্রোফোন, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি সিম স্লট দেখা যায়।

জানিয়ে রাখি, Vivo X Fold 2-এর বাইরের এবং ভিতরের উভয় স্ক্রিনেই একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে। এর পূর্বসূরি Vivo X Fold এবং X Fold+-এর ওজন ছিল ৩১১ গ্রাম। একটি স্ক্রিনশটের মাধ্যমে X Fold 2-এর পুরুত্ব সামনে এসেছে। মনে করা হচ্ছে নতুন ডিভাইসটি আগের মডেলের তুলনায় অনেক বেশি স্লিম হবে।

উল্লেখ্য, Vivo X Fold 2 এপ্রিলেই চীনে লঞ্চ হতে চলেছে। এর পাশাপাশি, কোম্পানি ক্ল্যাম্পশেল ডিজাইনের Vivo X Flip ফোল্ডেবল এবং Vivo Pad 2 ট্যাবলেটটিও উন্মোচন করবে। কোম্পানি আগামী সপ্তাহে এই ডিভাইসগুলির লঞ্চের তারিখ নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে।