Vivo X Fold আসছে শক্তিশালী Snapdragon 8 Gen 1 প্রসেসর ও ‌কোয়াড ক্যামেরা সহ, এমাসেই হতে পারে লঞ্চ

বর্তমানে স্মার্টফোন সংস্থা ভিভো (Vivo) একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জল্পনা চলছে। সংস্থাটি শীঘ্রই চীনে তাদের এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আগে বলা হচ্ছিল, এই ডিভাইসটি Vivo NEX 5 নামে লঞ্চ করা হবে। তবে একটি সাম্প্রতিক দাবি করা হয়েছে যে ভিভোর প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটি Vivo X Fold নামে বাজারে আসবে। আর এবার এক জনপ্রিয় টিপস্টার ক্যামেরা এবং ডিসপ্লে সহ এই ফোনটির কিছু প্রধান স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছেন। আসুন তাহলে আপকামিং Vivo X Fold-এর সম্পর্কে নতুন কি কি তথ্য উঠে এল জেনে নেওয়া যাক।

ভিভো এক্স ফোল্ড- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo X Fold Expected Specifications)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) চিনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-তে পোস্ট করে ভিভো এক্স ফোল্ড ফোল্ডেবল ফোনের স্পেসিফিকেশন এবং ফিচারগুলি প্রকাশ করেছেন৷ টিপস্টার দাবি করেছেন যে, এই ফোল্ডেবল ফোনের আউটার ডিসপ্লেটি কার্ভড হবে। ডিসপ্লের ওপরে একটি পাঞ্চ-হোল কাটআউট থাকবে। কভার স্ক্রিনটি ৬.৫ ইঞ্চির দীর্ঘ হবে এবং এটি ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ফোনের ডিসপ্লের আকার স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩-এর চেয়ে বেশি, স্যামসাংয়ের ফোনের কভার ডিসপ্লেটি ৬.২ ইঞ্চির। অন্যদিকে, এই ডিভাইসটিতে একটি ইনওয়ার্ড ফোল্ডিং ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এটি ৮ ইঞ্চি দৈর্ঘ্যের হবে এবং কিউএইচডি+ রেজোলিউশন সহ আসবে। ফোল্ডেবল স্ক্রিনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতেও পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হবে, যা ফোল্ডেবল স্ক্রিনের ডান দিকে অবস্থান করবে।

Vivo X Fold কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। তবে এখনও এর র‍্যাম এবং স্টোরেজ অপশনগুলির বিষয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X Fold ফোল্ডেবল স্মার্টফোনে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যার সাথে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হবে।

আপকামিং Vivo X Fold ফোনে কোয়াড-ক্যামেরা সেটআপ দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। আর এই ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, ২× জুম সহ ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৫× অপটিক্যাল জুম সহ ৮ মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত থাকবে। তবে এর দুটি ফ্রন্ট ক্যামেরা সেন্সর সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ভিভো ফোনটি শীঘ্রই চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, সম্ভবত এমাসের শেষেই চীনের বাজারে এই ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোনটি আত্মপ্রকাশ করতে পারে।