Vivo X Fold, Vivo Pad ও Vivo X Note আসছে 12 জিবি পর্যন্ত র‌্যাম ও 512 জিবি পর্যন্ত মেমোরি সহ, ফাঁস কালার অপশনও

Vivo আগামী মাসে অর্থাৎ এপ্রিলে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করবে বলে শোনা যাচ্ছে। এই ইভেন্টে সংস্থার তরফে বেশ কয়েকটি ডিভাইস লঞ্চ করা হবে। এর মধ্যে…

Vivo আগামী মাসে অর্থাৎ এপ্রিলে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করবে বলে শোনা যাচ্ছে। এই ইভেন্টে সংস্থার তরফে বেশ কয়েকটি ডিভাইস লঞ্চ করা হবে। এর মধ্যে রয়েছে Vivo Pad ট্যাবলেট, Vivo X Fold ফোল্ডবল স্মার্টফোন ও Vivo X Note প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন। এই ডিভাইসগুলি নিয়ে গত কয়েকমাস ধরে চর্চার শেষ নেই। তবে লঞ্চের আগে এই আপকামিং মডেলগুলির স্টোরেজ ও কালার অপশন সংক্রান্ত তথ্য সামনে এল।

Vivo Pad, Vivo X Fold ও Vivo X Note নিয়ে নয়া তথ্য প্রকাশ্যে

সম্প্রতি একটি Weibo পোস্টে দাবি করা হয়েছে যে, ভিভো আগামী ১১ এপ্রিল একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এখানে লঞ্চ হবে ভিভো এক্স ফোল্ড, ভিভো প্যাড ও ভিভো এক্স নোট। যদিও ভিভো-র তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে আগামীকাল, সোমবার ভিভো লঞ্চ ইভেন্ট নিয়ে ঘোষণা করতে পারে বলে আমাদের অনুমান।

এদিকে এই পোস্টে আরও বলা হয়েছে, Vivo X Fold ব্র্যান্ডের প্রথম ফোল্ডেবল ফোন হবে, আর এটি ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ সহ আসবে। আবার ফোনটি পাওয়া যাবে ব্লু, ক্রিমসন ও অরেঞ্জ কালারে।

অন্যদিকে Vivo Pad দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হতে পারে – ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। একে ব্লু ও গ্রে কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

আবার Vivo X Note ফোনটি পাওয়া যাবে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এটি ব্ল্যাক, গ্রে, ব্লু কালার বিকল্পে আসতে পারে।

এর আগে জানা গিয়েছিল, Vivo X Fold ও Vivo X Note ফোনে‌ ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ আসবে Vivo Pad।