Vivo X Note বিশাল বড় 7 ইঞ্চি ডিসপ্লে, 60x জুম লেন্স ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হল, দাম দেখে নিন

Vivo X Note আজ চীনে একটি ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ হল। এই ফোনের দাম শুরু হয়েছে প্রায় ৭১,৪০০ টাকা। এই ফোনে পাওয়া যাবে ৭...
Julai Modal 11 April 2022 10:49 PM IST

Vivo X Note আজ চীনে একটি ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ হল। এই ফোনের দাম শুরু হয়েছে প্রায় ৭১,৪০০ টাকা। এই ফোনে পাওয়া যাবে ৭ ইঞ্চি সাইজের বিশাল বড় স্ক্রিন ও ZEISS অপটিক্স। আবার এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ও ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট। Vivo X Note সংস্থার V1 চিপ সহ এসেছে, যা দুর্দান্ত ফটোগ্রাফি অফার করবে। এই ফোনটি OnePlus 10 Pro, iQoo 9 Pro, Samsung Galaxy S22, iPhone 13 এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ভিভো এক্স নোট এর দাম ও লভ্যতা (Vivo X Note Price, Availability)

ভিভো এক্স নোট ফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭১,৪০০ টাকা)। এছাড়া ফোনটির ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৭,৪০০ টাকা) ও ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৮৩,৪০০ টাকা)। ফোনটি ব্ল্যাক, ব্লু ও গ্রে কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। ভিভো এক্স নোট আগামী ১৫ এপ্রিল থেকে সেলে পাওয়া যাবে।

ভিভো এক্স নোট এর স্পেসিফিকেশন, ফিচার (Vivo X Note Specifications, Features)

ভিভো এক্স নোট ফোনে আছে কার্ভড সাইড সহ ৭ ইঞ্চি ডিসপ্লে। এটি একটি এলটিপিও ৩.০ ই৫ অ্যামোলেড প্যানেল, যা কোয়াড এইচডি প্লাস (৩০৮০ x ১৪৪০ পিক্সেল) রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৫০০ নিটস ব্রাইটনেস অফার করবে। আবার DisplayMate A+ সার্টিফিকেশন প্রাপ্ত এই ডিসপ্লে ২১:১০ এসপেক্ট রেশিও সহ এসেছে। ডিসপ্লের মধ্যে দেওয়া হয়েছে থ্রিডি (3D) আল্ট্রাসনিক ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি ভিভো এই ফোনটির বাম পাশে অ্যালার্ট স্লাইডার দিয়েছে।

পারফরম্যান্সের জন্য Vivo X Note ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ পাওয়া যাবে। আবার ইমেজ অপটিমাইজেশনের জন্য ভিভো ভি১ চিপ সহ এসেছে। এছাড়া ডুয়েল সিমের এই ফোনে রয়েছে আইআর ব্লাস্টার, ব্লুটুথ, ওয়াই-ফাই সাপোর্ট ও আইপি৬৮ রেটিং, যা জল ও ধুলো প্রতিরোধ করবে।

ফটোগ্রাফির জন্য Vivo X Note ফোনের পিছনে গোলাকার রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর মধ্যে সামিল আছে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল জিএন১ প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল‌ আল্ট্রা-ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর ও ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (OIS)। এই টেলিফটো সেন্সর ৫এক্স অপ্টিক্যাল জুম ও ৬০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করবে। এই ক্যামেরাগুলি ZEISS optics দ্বারা কো-টিউন করা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X Note স্মার্টফোনে উপস্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ এসেছে। কোম্পানির দাবি ফোনটি ৩২ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অপারেটিং সিস্টেম সহ এসেছে।

Show Full Article
Next Story