শুরু হল Vivo X Note এর প্রি-রেজিস্ট্রেশন, Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ থাকছে দুর্ধর্ষ ফিচার

চলতি মাসেই Vivo X Fold এবং Vivo Pad-এর পাশাপাশি চীনের বাজারে লঞ্চ হতে চলেছে Vivo X Note স্মার্টফোনটি। সংস্থার তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে আগামী ১১ এপ্রিল এই বহু প্রতীক্ষিত ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। আর তাই এখন ব্র্যান্ডটি তাদের অফিসিয়াল অনলাইন স্টোর এবং জেডি.কম (JD.com) ও টিমল (Tmall)-এর মতো ই-কমার্স প্লাটফর্মে Vivo X Note-এর জন্য প্রি-রেজিস্ট্রেশন গ্রহণ করা শুরু করেছে। রিটেইল লিস্টিং থেকে জানা যাচ্ছে, এই নয়া ভিভো স্মার্টফোনটি তিনটি মেমরি কনফিগারেশনে এবং তিনটি কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। এছাড়া, ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, নতুন Vivo X Note- এ Qualcomm Snapdragon 8 Gen 1 ফ্ল্যাগশিপ প্রসেসরটি থাকবে।

চীনে শুরু হল Vivo X Note- এর প্রি-রেজিস্ট্রেশন

ভিভো এক্স নোট-এর জন্য প্রি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি বর্তমানে ভিভো চায়না (Vivo China), জেডি ডট কম (JD.com) এবং টিমল (Tmall)- এই সাইটগুলিতে লাইভ রয়েছে। ভিভো তাদের এই ফ্ল্যাগশিপ ফোনটির প্রি-বুকিংয়ের জন্য ১০০ ইউয়ান (প্রায় ১,১০০ টাকা) ফেরতযোগ্য অগ্রিম মূল্য হিসেবে নিচ্ছে। এই সাইটগুলিতে Vivo X Note ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ- এই তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে তালিকাভুক্ত হয়েছে। আগ্রহী ক্রেতারা এই হ্যান্ডসেটটি ব্ল্যাক, ব্লু এবং গ্রে- এই তিনটি কালার অপশনে বেছে নিতে পারবেন।

প্রসঙ্গত, ভিভোর অফিসিয়াল অনলাইন স্টোর ভিভো এক্স নোট-এ ৭ ইঞ্চির ২কে স্যামসাং ই৫ ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করেছে৷ এটি একটি ৩ডি (3D) ওয়াইড-এরিয়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসবে। এই হ্যান্ডসেটটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। এর সাথে এই ফোনে একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারিও দেওয়া হবে পাওয়ার ব্যাকআপের জন্য।

জানিয়ে রাখি, পূর্বের রিপোর্ট অনুযায়ী, Vivo X Note-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও, এই ডিভাইসটি কোয়াড রিয়ার ক্যামেরা মডিউল সহ আসবে বলে জানা এই ক্যামেরা মডিউলের মধ্যে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং এস৫কেজিএন১ প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৯৮ সেন্সর, ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৬৩ সেন্সর, এবং ৮ মেগাপিক্সেলের ওভি০৮এ১০ সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X Note হ্যান্ডসেটে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

45 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

56 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago