Vivo X200 Pro Design Details Key Specs Leaked

ব্লকবাস্টার ফোন আনছে Vivo, ডিসপ্লে, প্রসেসর, ও ক্যামেরা মন মাতিয়ে রাখবে

তাইওয়ানের বিখ্যাত চিপসেট প্রস্তুতকারী সংস্থা, মিডিয়াটেক আগামী অক্টোবর মাসে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ চিপসেট MediaTek Dimensity 9400 উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। একই মাসে, ভিভো D9400 প্রসেসর সহ Vivo X200 সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করতে পারে। এক সুপরিচিত চীনা টিপস্টার ইদানিং ধীরে ধীরে Vivo X200 সিরিজ সম্পর্কে বিশদ তথ্য অনলাইনে ফাঁস করছেন। আর এখন তিনিই সম্ভাব্য Vivo X200 Pro ফোন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

সামনে এল Vivo X200 Pro ডিজাইনের বিবরণ (প্রত্যাশিত)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) তার ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে দাবি করেছেন যে ভিভো এক্স২০০ প্রো ফোনে গত বছর নভেম্বরে আত্মপ্রকাশ করা পূর্বসূরি ভিভো এক্স১০০ প্রো মডেলের তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড এবং নতুন প্রযুক্তি থাকবে। তিনি প্রকাশ করেছেন যে ভিভো এক্স২০০ প্রো ফ্ল্যাগশিপে একটি চিত্তাকর্ষক ফ্রন্ট ডিজাইন দেখা যাবে। এতে ১.৫কে রেজোলিউশন সহ সামান্য কার্ভড ডিসপ্লে থাকবে, যা চারদিক থেকে সমান আকারের স্লিম বেজেল দ্বারা বেষ্টিত হবে। কমেন্ট সেকশনে ডিসিএস বলেছেন যে স্ক্রিনের আকার ৬.৭ বা ৬.৮ ইঞ্চির হতে পারে।

তিনি উল্লেখ করেছেন যে ভিভো এক্স২০০ প্রো ফোনে একটি সিঙ্গেল-পয়েন্ট আল্ট্রাসনিক আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অবস্থান করবে এবং এটি একটি নতুন সিলিকন ব্যাটারি অফার করবে। পূর্বসূরি ভিভো এক্স১০০ প্রো ফোনে ৫,৪০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে। তাই এর উত্তরসূরি মডেলটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে কিনা, সেটাই এখন দেখার।

এছাড়াও ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন যে, Vivo X200 Pro উন্নত ইমেজিং ক্ষমতার জন্য একটি পেরিস্কোপ লেন্স সহ একটি আপডেটেড ট্রিপল-ক্যামেরা সিস্টেমের সাথে আসবে। সম্ভবত এর পিছনে তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যেতে পারে।

আগেই উল্লেখ হয়েছে যে, ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত আসন্ন MediaTek Dimensity 9400 চিপসেটটি Vivo X200 Pro এবং স্ট্যান্ডার্ড Vivo X200 মডেলটিকে শক্তি জোগাবে। এই চিপসেটে কর্টেক্স-এক্স৫ সুপার কোর অন্তর্ভুক্ত করা হবে বলে শোনা যাচ্ছে, যা কম পাওয়ার খরচের সাথে উচ্চতর পারফরম্যান্স প্রদান করতে সক্ষম হবে। নতুন Vivo X200 সিরিজটি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে চীনে লঞ্চ হতে চলা কোয়ালকম (Qualcomm)-এর Snapdragon 8 Gen 4 চিপসেট চালিত ফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।