ভারতে বাজারে লঞ্চ হল Vivo X50 এবং Vivo X50 Pro, হার মানাবে DSLR কে

কথা মতো আজ ভারতে লঞ্চ হল Vivo X50 এবং X50 Pro। গত কয়েক সপ্তাহ ধরে কোম্পানি এই গিম্বাল ক্যামেরা সিস্টেমের ফোনদুটির টিজার পোস্ট করছিল। ভিভো এক্স ৫০ এবং ভিভো এক্স ৫০ প্রো ফোনের মাধ্যমে কোম্পানি Xiaomi, Realme, Apple, Samsung, Oppo এবং OnePlus এর প্রিমিয়াম মিড রেঞ্জ  সেগমেন্টকে টার্গেট করছে। Vivo X50 এবং Vivo X50 Pro এর প্রধান প্রধান ফিচারের কথা বললে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোয়াড রিয়ার ক্যামেরা, AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আসুন ভারতে ভিভো এক্স ৫০ ও এক্স ৫০ প্রো এর দাম জেনে নিই।

Vivo X50 এবং Vivo X50 Pro দাম:

ভারতে ভিভো এক্স ৫০ ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৩৪,৯৯০ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩৭,৯৯০ টাকা। এই ফোনটি নীল ও কালো রঙে পাওয়া যাবে।

আবার ভিভো এক্স ৫০ প্রো ফোনটির ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৪৯,৯৯০ টাকা। ফোনটি ধূসর রঙে পাওয়া যাবে। ফোনদুটি Amazon, Flipkart, Paytm Mall, Reliance Digital, Croma থেকে কিনতে পারবেন। আজ থেকেই এই ফোনের প্রিবুকিং শুরু হয়েছে। আগামী ২৪ জুলাই থেকে ফোনদুটির সেল শুরু হবে।

Vivo X50 স্পেসিফিকেশন:

ভিভো এক্স ৫০ ফোনে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস অ্যামোলেড ফ্লাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং রেজুলেশন ১০৮০x২৩৭৬ পিক্সেল। এছাড়াও এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৯২.৬ শতাংশ । ফোনের পাঞ্চ হোল কাট আউটের মধ্যে পাবেন ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৬ অ্যাপারচার ও স্ট্যান্ডার্ড ওআইএস এর সাথে ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড এঙ্গেল ক্যামেরা সেন্সর ও ১৩ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। ফোনে ৮ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর উপলব্ধ। এই ক্যামেরায় ২০ এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে।

এখানে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সহ ৪,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য এতে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর পাবেন। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবেনা। ভিভো এক্স ৫০ অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ফানটাচ ওএস ১০.৫ ইন্টারফেসে চলবে। সিকিউরিটির জন্য এখানে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Vivo X50 Pro স্পেসিফিকেশন:

ভিভো এক্স ৫০ প্রো ফোনে ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভড এজ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং রেজুলেশন ১০৮০x২৩৭৬ পিক্সেল। এছাড়াও এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৯২.৬ শতাংশ এবং এতে এইচডিআর ১০ প্লাস সাপোর্ট করে। ফোনের পাঞ্চ হোল কাট আউটের মধ্যে পাবেন ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যেখানে সুপার ক্লিয়ার নাইট মোড, এক্সট্রিম নাইট ভিশন, অ্যাস্ট্রো মোড, সুপার নাইট এইচডিআর, মোশন এএফ ট্র্যাকিং এর মতো ফিচার দেওয়া হয়েছে।

এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৬ অ্যাপারচার ও স্ট্যান্ডার্ড ওআইএস এর সাথে ৪৮ মেগাপিক্সেল। এতে সনি আইএমএক্স ৫৯৮ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড এঙ্গেল লেন্স ও ১৩ মেগাপিক্সেল বোকেহ শুটার। ফোনে ৮ মেগাপিক্সেল টেলিফোটো শুটার। এই ক্যামেরায় ৬০ এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে।

এখানে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ সহ ৪,৩১৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য এতে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবেনা। ভিভো এক্স ৫০ প্রো অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ফানটাচ ওএস ১০.৫ ইন্টারফেসে চলবে। সিকিউরিটির জন্য এখানে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।