হার মানবে DSLR, ৪ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সাথে Vivo X50 এবং X50 Pro আজ থেকে কেনা যাবে

সদ্য ভারতে লঞ্চ হওয়া Vivo X50 এবং X50 Pro ফোন আজ ভারতে প্রথমবার কেনা যাবে। গত ১৬ জুলাই ভারতে লঞ্চ হওয়ার পর এতদিন ফোনটি প্রিবুকিংয়ের জন্য উপলব্ধ ছিল। তবে আজ থেকে ভিভো এক্স ৫০ ও এক্স ৫০ প্রো ফোনটি সেলের জন্য উপলব্ধ হবে। আপনি অনলাইন প্ল্যাটফর্ম Amazon, Flipkart, Paytm Mall ও Vivo India ছাড়াও অফলাইনে Reliance Digital, Croma থেকে ফোনদুটিকে কিনতে পারবেন। এই সিরিজে কোম্পানি Gimble ক্যামেরা ফিচার ব্যবহার করেছে।

Vivo X50 এবং Vivo X50 Pro দাম ও অফার:

ভারতে ভিভো এক্স ৫০ ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৩৪,৯৯০ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩৭,৯৯০ টাকা। এই ফোনটি নীল ও কালো রঙে পাওয়া যাবে। আবার ভিভো এক্স ৫০ প্রো ফোনটির ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৪৯,৯৯০ টাকা। ফোনটি ধূসর রঙে পাওয়া যাবে।

লঞ্চ অফার হিসাবে Vivo X50 এর HDFC এবং ICICI Bank ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা ২,৫০০ টাকা ডিসকাউন্ট পাবে। আবার Vivo X50 Pro কিনলে পাওয়া যাবে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়। ফ্লিপকার্টে ভিভো এক্স ৫০ ও প্রো ভার্সনের ওপর যথাক্রমে ১৬,৫০০ টাকা ও ১৭,০০০ টাকা এক্সচেঞ্জ ক্যাশব্যাক মিলবে। শুধু তাই নয় আপনি নো কস্ট ইএমআই অফারেও ফোন দুটিকে কিনতে পারবেন। ভিভো এক্স ৫০ এর নো কস্ট ইএমআই শুরু হবে ১,৪৫৮ টাকা থেকে। আবার এক্স ৫০ প্রো এর নো কস্ট ইএমআই শুরু হবে ২,০৮৩ টাকা থেকে। এছাড়াও আরও অনেক অফার এই দুই ফোনের উপর উপলব্ধ।

Vivo X50 স্পেসিফিকেশন:

ভিভো এক্স ৫০ ফোনে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস অ্যামোলেড ফ্লাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং রেজুলেশন ১০৮০x২৩৭৬ পিক্সেল। এছাড়াও এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৯২.৬ শতাংশ । ফোনের পাঞ্চ হোল কাট আউটের মধ্যে পাবেন ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৬ অ্যাপারচার ও স্ট্যান্ডার্ড ওআইএস এর সাথে ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড এঙ্গেল ক্যামেরা সেন্সর ও ১৩ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। ফোনে ৮ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর উপলব্ধ। এই ক্যামেরায় ২০ এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে।

এখানে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সহ ৪,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য এতে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর পাবেন। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবেনা। ভিভো এক্স ৫০ অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ফানটাচ ওএস ১০.৫ ইন্টারফেসে চলবে। সিকিউরিটির জন্য এখানে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Vivo X50 Pro স্পেসিফিকেশন:

ভিভো এক্স ৫০ প্রো ফোনে ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভড এজ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং রেজুলেশন ১০৮০x২৩৭৬ পিক্সেল। এছাড়াও এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৯২.৬ শতাংশ এবং এতে এইচডিআর ১০ প্লাস সাপোর্ট করে। ফোনের পাঞ্চ হোল কাট আউটের মধ্যে পাবেন ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যেখানে সুপার ক্লিয়ার নাইট মোড, এক্সট্রিম নাইট ভিশন, অ্যাস্ট্রো মোড, সুপার নাইট এইচডিআর, মোশন এএফ ট্র্যাকিং এর মতো ফিচার দেওয়া হয়েছে।

এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৬ অ্যাপারচার ও স্ট্যান্ডার্ড ওআইএস এর সাথে ৪৮ মেগাপিক্সেল। এতে সনি আইএমএক্স ৫৯৮ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড এঙ্গেল লেন্স ও ১৩ মেগাপিক্সেল বোকেহ শুটার। ফোনে ৮ মেগাপিক্সেল টেলিফোটো শুটার। এই ক্যামেরায় ৬০ এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে।

এখানে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ সহ ৪,৩১৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য এতে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবেনা। ভিভো এক্স ৫০ প্রো অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ফানটাচ ওএস ১০.৫ ইন্টারফেসে চলবে। সিকিউরিটির জন্য এখানে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।