দুর্ধর্ষ ফিচারের সাথে Vivo X60, X60 Pro, Vivo X60 Pro+ আজ ভারতে আসছে, দাম জানুন

ভিভো আজ তাদের এবছরের ফ্ল্যাগশিপ সিরিজ Vivo X60 ভারতে লঞ্চ করতে চলেছে। এই সিরিজের তিনটি ফোন – Vivo X60, X60 Pro, X60 Pro+, কে আজ ভারতে…

ভিভো আজ তাদের এবছরের ফ্ল্যাগশিপ সিরিজ Vivo X60 ভারতে লঞ্চ করতে চলেছে। এই সিরিজের তিনটি ফোন – Vivo X60, X60 Pro, X60 Pro+, কে আজ ভারতে আনা হতে পারে আমাদের অনুমান। ইতিমধ্যেই ফোনগুলি চীনে লঞ্চ হয়েছে। যদিও ভারতে ভিভো এক্স ৬০ এবং ভিভো এক্স ৬০ প্রো স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের সাথে লঞ্চ হবে। যেখানে চীনে এই দুই ফোনে এক্সিনস ১০৮০ প্রসেসর ছিল। আবার এই সিরিজের প্রিমিয়াম ভ্যারিয়েন্ট অর্থাৎ Vivo X60 Pro+ ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর আছে।

ভারতে কখন লঞ্চ কবে Vivo X60 সিরিজ, লঞ্চ ইভেন্ট কিভাবে দেখবেন (How to watch live stream)

ভিভো একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টের মাধ্যমে এই নতুন সিরিজ কে ভারতে লঞ্চ করবে। এই ইভেন্ট শুরু হবে দুপুর ১২টা থেকে। আপনি Vivo-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ইভেন্ট দেখতে পারবেন। এছাড়াও নিচে দেওয়া লিংক থেকেও এই ইভেন্ট লাইভ দেখা যাবে।

Vivo X60 সিরিজের দাম (সম্ভাব্য)

মুম্বাইয়ের মহেশ টেলিকম জানিয়েছে, ভারতে Vivo X60 ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ পাওয়া যাবে। এদের দাম হবে যথাক্রমে ৩৯,৯৯০ টাকা ও ৪৩,৯৯০ টাকা।

আবার Vivo X60 Pro ও Vivo X60 Pro+ পাওয়া যাবে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এদের দাম রাখা হবে যথাক্রমে ৪৯,৯৯০ টাকা ও ৬৯,৯৯০ টাকা।

Vivo X60 সিরিজের স্পেসিফিকেশন

চীনে লঞ্চ হওয়ার সুবাদে এই সিরিজের ফোনগুলির স্পেসিফিকেশন আমাদের জানা। এই সিরিজের ভিভো এক্স৬০ ও এক্স৬০ ক্যামেরা ও ব্যাটারি ছাড়া প্রায় একই ফিচার সহ এসেছে। যেমন এই দুই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৬ ইঞ্চির ফুলএইচডি প্লাস (১০৮০x২৩৭৬ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৩৩ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট ও স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর (ভারতে) ও অ্যান্ড্রয়েড ১১ বেসড অরিজিন ওএস ১.০ ইন্টারফেস।

পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো এক্স ৬০, ৪,৩০০ এমএএইচ এবং প্রো ভ্যারিয়েন্ট ৪,২০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আবার ক্যামেরার কথা বললে প্রো ভ্যারিয়েন্টে ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা অতিরিক্ত আছে। তাছাড়া বাকি দুটি ফোনে ৪৮ মেগাপিক্সেলের সোনি IMX598 গিম্বল সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা বর্তমান। Vivo X60 Pro+ এর স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন