দুর্দান্ত অফারের সাথে সেল শুরু হচ্ছে Vivo X60, Vivo X60 Pro, ও Vivo X60 Pro+ এর

Vivo X60, Vivo X60 Pro, এবং Vivo X60 Pro+ গতমাসে ভারতে লঞ্চ হয়েছিল। এতদিন ফোন তিনটি কেবল প্রি-অর্ডারের জন্য উপলব্ধ ছিল। তবে আজ থেকে ভিভো…

Vivo X60, Vivo X60 Pro, এবং Vivo X60 Pro+ গতমাসে ভারতে লঞ্চ হয়েছিল। এতদিন ফোন তিনটি কেবল প্রি-অর্ডারের জন্য উপলব্ধ ছিল। তবে আজ থেকে ভিভো এক্স৬০, ভিভো এক্স৬০ প্রো, ভিভো এক্স৬০ প্রো প্লাস এর সেল শুরু হচ্ছে। অনলাইনের পাশাপাশি অফলাইন রিটেল স্টোর থেকেও ফোনগুলি কেনা যাবে। ভিভো এক্স ৬০ সিরিজে আছে গিম্বল স্টেবিলাইজেশন ২.০ সহ ট্রিপল ও কোয়াড ক্যামেরা সেটআপ। আবার এই সিরিজের প্রিমিয়াম ফোন, অর্থাৎ Vivo X60 Pro+ তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, যেখানে Vivo X60, Vivo X60 Pro ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর।

Vivo X60, Vivo X60 Pro, এবং Vivo X60 Pro+ এর সেল ও দাম

আজ থেকে Vivo India E-store, Amazon.in, Flipkart সহ অন্যান্য ই-কমার্স সাইট ও রিটেল সাইটে ভিভো এক্স৬০ সিরিজের সেল শুরু হবে। যেহেতু এটি কোনো ফ্ল্যাশ সেল নয়, তাই আপনি যখন ইচ্ছা ফোন গুলি কিনতে পারবেন।

সেল উপলক্ষ্যে আকর্ষণীয় অফারের ঘোষণা করেছে কোম্পানি। Vivo India E-store থেকে যদি ফোনগুলি কেনেন তবে HDFC ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। আবার পুরানো ভিভো ফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ৩,০০০ টাকা মিলবে। শুধু তাই নয় ফোনগুলির ওপর ১২ মাসের নো কস্ট ইএমআই অফার উপলব্ধ।

Vivo X60 ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ ভারতে এসেছে। যেগুলি হল ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ৩৭,৯৯০ টাকা ও ৪১,৯৯০ টাকা। ফোনটি মিডনাইট ব্ল্যাক এবং শিমার ব্লু কালারে পাওয়া যাবে।

আবার Vivo X60 Pro প্রো এর দাম রাখা হয়েছে ৪৯,৯৯০ টাকা। ফোনটি ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ লঞ্চ হয়েছে। ভিভো এক্স ৬০ এর মত এই ফোনটিও একই কালার অপশনে পাওয়া যাবে।

এদিকে ভিভো এক্স ৬০ প্রো প্লাস একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজর দাম ৬৯,৯৯০ টাকা। ফোনটি দুটি রঙে উপলব্ধ – ভেগান লেদার, এম্পেরর ব্লু।

Vivo X60, Vivo X60 Pro, এবং Vivo X60 Pro+ এর স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন