Vivo X60t Pro শীঘ্রই লঞ্চ হতে চলছে, থাকবে Dimensity 1200 প্রসেসর
গত মে মাসে Vivo V2120A মডেল নম্বরের একটি ফোন চীনের 3C সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র লাভ করে। এর কিছু মাস পরে, IMEI...গত মে মাসে Vivo V2120A মডেল নম্বরের একটি ফোন চীনের 3C সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র লাভ করে। এর কিছু মাস পরে, IMEI ডেটাবেস থেকে জানা যায় ফোনটি, Vivo X60t Pro নামে বাজারে আসবে। যার পর নিশ্চিত হয়ে যায় Vivo, X60 সিরিজের পর X60t সিরিজ নিয়েও কাজ করছে। এখন নতুন রিপোর্ট অনুযায়ী, এই সিরিজের Vivo X60t Pro ফোনটি শীঘ্রই লঞ্চ হতে চলেছে।
হোয়াই ল্যাবের দাবি অনুযায়ী, ভিভো এক্স৬০টি প্রো কে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর। তবে ফোনটির দাম বা সেলের তারিখ উল্লেখ নেই। আমরাও ভিভো এক্স৬০টি প্রো কে ভিভো'র চীনের ওয়েবসাইটে খুঁজে পাইনি।
Vivo X60t Pro স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ভিভো এক্স৬০টি প্রো ফোনে ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৩৭৬ পিক্সেল) AMOLED ডিসপ্লে থাকতে পারে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য Vivo X60t Pro ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ও ১২ জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ ওএস-এ চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।