Vivo X70 Pro, Vivo X70 Pro Plus অসাধারণ ক্যামেরা সহ সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে, তার আগেই দাম ফাঁস

টেকমহলে এখন আলোচনার অন্যতম বিষয়বস্তু Vivo-র আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X70 সিরিজ। ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে Vivo X70 সিরিজের ফোনগুলিকে। রিপোর্ট বলছে, যেহেতু…

টেকমহলে এখন আলোচনার অন্যতম বিষয়বস্তু Vivo-র আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X70 সিরিজ। ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে Vivo X70 সিরিজের ফোনগুলিকে। রিপোর্ট বলছে, যেহেতু ক্রিকেটের মেগা টুর্নামেন্ট IPL-এর টাইটেল স্পনসর ভিভো স্বয়ং। তাই সেপ্টেম্বরে দুবাইতে 2021 IPL টুর্নামেন্ট শুরু হওয়ার সাথেই আত্মপ্রকাশ করতে পারে Vivo X70 সিরিজ। এছাড়া লেটেস্ট রিপোর্ট ইঙ্গিত করছে, সেপ্টেম্বরে এই সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন লঞ্চ করা হবে – X70, X70 Pro, ও X70 Pro Plus। নাম প্রকাশে অনিচ্ছুক ভিভোর এক কর্মকর্তার কাছ থেকে এমনই খবর পেয়েছে 91Mobiles। পাশাপাশি ওই কর্মকর্তা Vivo X70 Pro, ও X70 Pro Plus-এর সম্ভাব্য দাম কীরকম হতে পারে তা জানিয়েছেন।

Vivo X70 Pro, ও X70 Pro Plus-এর দাম

বেস মডেল অর্থাৎ এক্স৭০-এর দাম সম্পর্কে ধারণা না দিতে পারলেও, ওই ব্যক্তি বলেছেন, ভিভো এক্স৭০ প্রো-এর দাম ৫০,০০০ হাজার টাকার কাছাকাছি থাকবে। অন্যদিকে ভিভো এক্স৭০ প্রো প্লাস-এর দাম ৭০,০০০ হাজার টাকার আশেপাশে রাখা হবে। সেক্ষেত্রে ভিভো এক্স৭০ স্মার্টফোনটির দাম ৪৫,০০০ টাকা থেকে শুরু হতে পারে।

Vivo X70 সিরিজ স্পেসিফিকেশন

ভিভো এক্স৬০ সিরিজ ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১০৮০x২৩৭৬ পিক্সেল) স্যামসাং ই৪ অ্যামোলেড ডিসপ্লে-সহ লঞ্চ হয়েছিল। ভিভো এক্স৭০ সিরিজেও একই ডিসপ্লে ব্যবহার করা হবে বলেই জানা গিয়েছে। ভিভো এক্স৭০-এর প্রাইমারি ক্যামেরা এফ/১.৫ অ্যাপারচার এবং ৫-অ্যাক্সিস ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহযোগে আসবে। সেইসঙ্গে এতে ভিভো এক্স৬০ সিরিজের মতো মাইক্রো-গিম্বল স্টেবিলাইজেশন সাপোর্ট থাকতে পারে।

ভিভোর নিজস্ব প্রযুক্তিতে তৈরি আইএসপি বা ইমেজ সিগন্যাল প্রসেসর এক্স৭০ সিরিজের ক্যামেরাতে দেখা যাবে বলে জল্পনা শোনা যাচ্ছে। ভিভো এক্স৭০ সিরিজের মাদারবোর্ডে আলাদা চিপ হিসেবে এটি সোল্ডারিং করা হবে। যার ফলে ভিভো এক্স৭০ সিরিজের স্মার্টফোন উন্নতমানের ছবি তুলতে সক্ষম হবে।

অন্যদিকে 3C অথরিটির ছাড়পত্র প্রাপ্ত Vivo V2130A এবং V2134A মডেল নম্বরের স্মার্টফোনগুলি Vivo X70 ও Vivo X70 Pro নামে আসতে পারে বলে এক টিপস্টার দাবি করেছেন। 3C লিস্টিং অনুসারে Vivo V2130A এবং V2134A স্মার্টফোন পুরোপুরি 5G রেডি। দু’টি ডিভাইসে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এছাড়া ওই টিপস্টারের মতে, এই সিরিজের আরেকটি হাই-এন্ড ভ্যারিয়েন্ট (Vivo X70 Pro Plus) ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন