Vivo X70 ও Vivo X70 Pro দু’ধরনের প্রসেসর সহ আগামী মাসে আসছে, অন্যান্য বিশেষত্ব জেনে নিন

গত বছর, চীনে Exynos প্রসেসর সহযোগে লঞ্চ হয়েছিল Vivo X60 ও X60 Pro। অথচ গ্লোবাল মার্কেটে Vivo X60 সিরিজের ফোন Exynos-এর পরিবর্তে Snapdragon প্রসেসর-সহ আত্মপ্রকাশ…

গত বছর, চীনে Exynos প্রসেসর সহযোগে লঞ্চ হয়েছিল Vivo X60 ও X60 Pro। অথচ গ্লোবাল মার্কেটে Vivo X60 সিরিজের ফোন Exynos-এর পরিবর্তে Snapdragon প্রসেসর-সহ আত্মপ্রকাশ করেছিল এবং জনপ্রিয়তাও পেয়েছিল। ফলে অনুমান করা হচ্ছিল আগামী মাসে লঞ্চ হতে চলা Vivo X70 সিরিজে কেবল Snapdragon প্রসেসর ব্যবহার করা হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, গত বছরের মতো এবারও ভিন্ন ভিন্ন চিপসেটের সাথে চীনা ও গ্লোবাল মার্কেটে আসবে Vivo X70 সিরিজ।

আর্ন্তজাতিক বাজারে Dimensity 1200 প্রসেসর-সহ পা রাখবে Vivo X70 ও Vivo X70 Pro। একজন টিপস্টার এমনই দাবি করেছেন। উল্লেখ্য, সম্প্রতি গিকবেঞ্চে স্পট করা Vivo V2014 ও Vivo 2015 মডেল নম্বরের দুই স্মার্টফোনকে X70 সিরিজের মডেল হিসেবে গণ্য করা হচ্ছে। গিকবেঞ্চ ইঙ্গিত করেছিল যে দু’টি ফোনেই Dimensity 1200 প্রসেসর রয়েছে।

ওই টিপস্টার আরও দাবি করেছেন, চীনা মার্কেটের জন্য Vivo X70 ও X70 Pro ফোনে Exynos 1080 প্রসেসর থাকবে। এছাড়া দু’টি ফোনেই ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও Sony IMX766 প্রাইমারি ক্যামেরা দেখা যাবে বলে জানিয়েছেন সেই টিপস্টার।

Vivo X70 ও X70 Pro অন্যান্য স্পেসিফিকেশন

ভিভো এক্স৭০ ও এক্স ৭০ প্রো ফোনে ৬.৫৬ ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। যা ১০৮০x২৩৭৬ পিক্সেল রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ভিভো এক্স৭০ সিরিজে কোম্পানির নিজস্ব প্রযুক্তিতে তৈরি আইএসপি বা ইমেজ সিগন্যাল প্রসেসর ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন