Vivo X80 Pro+ সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে Snapdragon 8+ Gen 1 প্রসেসর

ভিভো (Vivo) তাদের X80 সিরিজের অধীনে একটি নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট আগামী মাসেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। আর এখন একটি নতুন রিপোর্ট থেকে এই ডিভাইসটির সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে যে, এই ফোনটি গত এপ্রিলের শেষের দিকে লঞ্চ হওয়া Vivo X80 এবং Vivo X80 Pro-এর আপগ্রেডেড ভ্যারিয়েন্ট হবে না, এটি হবে বিগত কয়েক মাস ধরে জল্পনায় থাকা হাই-এন্ড Vivo X80 Pro+। এই হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে বলেও জানা গেছে। রিপোর্ট অনুসারে, আসন্ন হ্যান্ডসেটটির অবস্থান Vivo X80 এবং X80 Pro-এর ওপরে থাকবে বলেই আশা করা হচ্ছে।

Vivo X80 Pro+ বাজারে আসছে আগামী মাসেই

জিএসএমএরিনা (GSMArena)-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভিভো সেপ্টেম্বর মাসে এক্স সিরিজের একটি নতুন স্মার্টফোন উন্মোচন করার পরিকল্পনা করছে। এই ডিভাইসটি সিরিজের টপ-এন্ড ভিভো এক্স৮০ প্রো প্লাস হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্টে দাবি করা হয়েছে, এটি স্ট্যান্ডার্ড ভিভো এক্স৮০ বা এক্স৮০ প্রো-এর আপগ্রেডেড ভার্সন হবে না। প্রো প্লাস মডেলটি এক্স৮০ লাইনআপের সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস হিসেবে আসবে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এটি এক্স৮০ প্রো-এর চেয়ে বেশি ব্যয়বহুল হবে। বর্তমানে ভারতের বাজারে প্রো মডেলটির একমাত্র ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯৯৯ টাকা।

প্রসঙ্গত, ভিভো এক্স৮০ প্রো প্লাস কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। পূর্ববর্তী একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, এই ফোনে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেলের জিএন১ প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৯৮ আল্ট্রা-ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকতে পারে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।

এছাড়া, Vivo X80 Pro+-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৮ ইঞ্চির ২কে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে বলে জানা গেছে। যদিও, এর ব্যাটারির ক্ষমতা সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। তবে এই হ্যান্ডসেটটিতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ মিলবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, Vivo X80 সিরিজের আরেকটি স্মার্টফোনকে সম্প্রতি গুগল প্লে (Google Play) সাপোর্টেড ডিভাইসের তালিকায় দেখা গেছে। এটি Vivo X80 Lite 5G নামে বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে এবং এই মডেলটি রেগুলার Vivo X80-এর একটি টোন-ডাউন সংস্করণ হবে, যা Snapdragon 7 Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে বলে অনুমান করা হচ্ছে।