দুর্দান্ত ক্যামেরা সহ Vivo X80, Vivo X80 Pro, Vivo X80 Pro+ আসছে 25 এপ্রিল

চলতি মাসের শুরুতেই ভিভো চীনের বাজারে উন্মোচন করেছে Vivo X Note, Vivo X Fold এবং Vivo Pad- এই তিনটি ব্র্যান্ড-নিউ ডিভাইস। আবার বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে ব্র্যান্ডটি এপ্রিলের শেষের দিকে তাদের Vivo X80 সিরিজের হ্যান্ডসেটগুলি হোম মার্কেটে লঞ্চ করবে। আর এই জল্পনাকে সত্যি করে অবশেষে ভিভো গতকাল (১৭ এপ্রিল) ঘোষণা করেছে যে, চীনে আগামী ২৫ এপ্রিল Vivo X80 লাইনআপটির ওপর থেকে পর্দা সরানো হবে। এই আপকামিং সিরিজের অধীনে সম্ভবত Vivo X80, Vivo X80 Pro, এবং Vivo X80 Pro+ – এই তিনটি ডিভাইস বাজারে পা রাখবে। আসুন এই আসন্ন স্মার্টফোনগুলির লঞ্চ সম্পর্কে কি কি তথ্য সামনে এল, তা জেনে নেওয়া যাক।

Vivo X80 সিরিজ আসছে আগামী সপ্তাহেই

ভিভো চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-তে তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে নিশ্চিত করেছে, চীনে আসন্ন ২৫ এপ্রিল সন্ধ্যা ৭ টায় (স্থানীয় সময়) ভিভো এক্স৮০ সিরিজের স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরানো হবে।

যদিও সংস্থা নিশ্চিত করেছে যে “এক্স৮০ সিরিজ”-টি উল্লিখিত তারিখে লঞ্চ করা হবে, তবে লাইনআপে থাকা ডিভাইসের সংখ্যা সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই জানায়নি। যদিও ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট ও সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা যায়, এই সিরিজে ভিভো এক্স৮০, এক্স৮০ প্রো এবং এক্স৮০ প্রো প্লাস – এই তিনটি ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। ভিভো যে নতুন টিজারটি প্রকাশ করেছে, সেটি থেকে এক্স৮০ সিরিজের ফোনগুলির ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে।

প্রসঙ্গত, টিজারে দেখতে পাওয়া ভিভো এক্স৮০ সিরিজের ব্যাক প্যানেলের ডিজাইনটি ভিভো এক্স নোট-এর মতো প্রায় একই রকম হবে। ডিভাইসের অরেঞ্জ কালারের রিয়ার শেলে একটি চওড়া ক্যামেরা ব্লক থাকবে, যার ভিতরে এলইডি (LED) ফ্ল্যাশ সহ কোয়াড-ক্যামেরা ইউনিট দেখতে পাওয়া যাবে। এই লাইনআপের ডিভাইসের সামনের দিকে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে অবস্থান করবে।

জানিয়ে রাখি, গতবছর লঞ্চ হওয়া পূর্বসূরি Vivo X70 সিরিজের মতো, Vivo X80 লাইনআপের ডিভাইসগুলিও পেশাদার ফটোগ্রাফির অভিজ্ঞতা অফার করবে। এই সিরিজের ডিভাইসগুলির ক্যামেরা সিস্টেমটি, ভিভো অপটিক্যাল সিস্টেম প্রস্তুতকারী সংস্থা জাইজ (ZEISS)-এর সঙ্গে একসাথে ডেভেলপ করছে। এমনকি এটি সংস্থার Vivo V1+ প্রফেশনাল ইমেজিং চিপের সাথে আসবে। শোনা যাচ্ছে যে, সনি (Sony)-এর আইএমএক্স৮৮৬ সেন্সরটি প্রথম Vivo X80 লাইনআপে দেখা যাবে।

এছাড়া, জানা গেছে Vivo X80 বেস মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যেখানে X80 Pro-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ ফ্ল্যাগশিপ চিপসেটটি থাকতে পারে। অন্যদিকে, Vivo X80 Pro+ মডেলটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সাথে আসতে পারে। আশা করা যায়, লঞ্চের আগে ভিভোর তরফে আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজটির সম্পর্কে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আনা হবে।