Vivo V21 5G শীঘ্রই ভারতে আসছে, পেয়ে গেল BIS সার্টিফিকেশন

গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, Vivo তাদের পরবর্তী ভি সিরিজ, V21 এর ওপর কাজ শুরু করেছে। এই সিরিজে তিনটি ফোন দেখা যেতে পারে-Vivo V21 SE, V21, এবং V21 Pro। বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, এদের মধ্যে Vivo V21 ফোনটি 5G সাপোর্ট সহ আসবে। এবার ফোনটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্টান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন লাভ করল।

ভারতীয় সার্টিফিকেশন সাইটে ভিভো ভি২১ ৫জি কে V2050 মডেল নম্বর সহ দেখা গেছে। ইন্দোনেশিয়ার সার্টিফিকেশন সাইটেও ফোনটিকে একই মডেল নম্বর অন্তর্ভুক্ত করা হয়েছিল। এদিকে BIS সার্টিফিকেশন সাইট থেকে Vivo V21 5G এর স্পেসিফিকেশনের বিষয়ে কিছু জানা যায়নি। তবে ফোনটি যে এদেশে দ্রুত পা রাখবে তা আর বলার অপেক্ষা রাখে না।

আমরা অনুমান করতে পারি, অন্যান্য ভি সিরিজের ফোনের মত, ভিভো ভি২১ ৫জি দুর্দান্ত ডিজাইন ও উন্নত ক্যামেরা ফিচার সহ লঞ্চ হবে। যদিও এই ফোনের ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি সহ অন্যান্য তথ্য জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এদিকে জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা দাবি করেছেন যে V21 সিরিজের আরেকটি ফোন, Vivo SE মডেলটির লঞ্চের সময় ঘনিয়ে এসেছে। এই ফোনটি Vivo-র ঘরোয়া বাজার তথা চিনে লঞ্চ হওয়া iQOO U3-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে বলেই তাঁর অভিমত। সেক্ষেত্রে বলে রাখি, এই অনুমান সত্যি হলে Vivo V21 SE-তে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস টিয়ারড্রপ আইপিএস নচ ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা iQOO U3 ফোনটিতে পরিলক্ষিত হয়েছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন