Vivo Y12s 2021 স্ন্যাপড্রাগন প্রসেসর সহ ১০ হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল

গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার পর অবশেষে লঞ্চ হল Vivo Y12s 2021। এই ফোনটি জানুয়ারিতে ভারতে আসা Vivo Y12s এর রিব্র্যান্ডেড ভার্সন, যেখানে মিডিয়াটেক হেলিও পি৩৫ এর পরিবর্তে স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া দুটি ফোনের ফিচার প্রায় একই। অর্থাৎ ভিভো ওয়াই১২এস ২০২১ ফোনে ভিভো ওয়াই১২এস এর মত পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, ৩ জিবি র‌্যাম ও ১৩ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

Vivo Y12s 2021 এর দাম

ভিভো ওয়াই১২এস ২০২১ আপাতত ভিয়েতনামে লঞ্চ হয়েছে। এখানে ফোনটির দাম ৩,২৯০,০০০ ভিয়েতনামিজ ডং, যা প্রায় ১০,৪৫০ টাকার সমান। এই মূল্য ফোনটির ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। অন্যান্য মার্কেটে ফোনটি কবে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।

Vivo Y12s 2021 এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের ভিভো ওয়াই১২এস ২০২১ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) হালো ফুলভিউ ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ আসপেক্ট রেশিও এবং ডিউড্রপ নচ ডিজাইন সহ এসেছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে ১.৯৫ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর। সাথে আছে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে, Vivo Y12s 2021 ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল (এফ/২.২) এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল (এফ/২.৪)।সেলফির জন্য এই ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ফানটাচ ১১ কাস্টম ওএস-এ চলবে।

ভিভো ওয়াই১২এস ২০২১ ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এর সাথে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি এই ব্যাটারি ১৬.৩ ঘন্টা অনলাইনে সিনেমা দেখতে দেবে। চার্জিংয়ের জন্য রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন