Vivo Y15C: ভারতে আসছে ভিভোর নতুন বাজেট ফোন, 5000mAh ব্যাটারি-সহ AI ডুয়েল ক্যামেরা থাকবে

ভিভো তাদের Y সিরিজের একটি নতুন স্মার্টফোন ভারতে লঞ্চের তোড়জোড় শুরু করল। এ দেশে শীঘ্রই Vivo Y15C নিয়ে আসতে তারা। ইতিমধ্যে...
Ananya Sarkar 6 May 2022 7:49 PM IST

ভিভো তাদের Y সিরিজের একটি নতুন স্মার্টফোন ভারতে লঞ্চের তোড়জোড় শুরু করল। এ দেশে শীঘ্রই Vivo Y15C নিয়ে আসতে তারা। ইতিমধ্যে Y-সিরিজের অধীনে একাধিক স্মার্টফোন এ দেশে লঞ্চ করেছে ভিভো। তার মধ্যে অধিকাংশই ২০,০০০ টাকারও কম মূল্যে বাজারে উপলব্ধ। আপকামিং Vivo Y15C মডেলটিও বাজেট রেঞ্জের ডিভাইস হবে। অফিসিয়াল লঞ্চের পূর্বে একটি রিপোর্টে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন, ফিচার এবং কালার অপশনগুলি প্রকাশ করা হয়েছে‌। এই সম্পর্কে বিস্তারিত তথ্য নীচে রইল।

ভিভো ওয়াই১৫সি স্পেসিফিকেশন ও ফিচার (Vivo Y15C Expected Specifications and Features)

মাইস্মার্টপ্রাইস-এর রিপোর্ট অনুযায়ী, ভিভো ওয়াই১৫সি বাজেট স্মার্টফোন হিসাবে ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। যদিও লঞ্চের দিনক্ষণ জানা যায়নি। এটি মিস্টিক ব্লু এবং ওয়েভ গ্রিন কালার অপশনে পাওয়া যাবে। এতে ৬.৫১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা (৭২০×১,৬০০ পিক্সেল) এইচডি+ রেজোলিউশন এবং ৬০ হার্টজ স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট অফার করবে। ভিভো ওয়াই১৫সি মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপ দ্বারা পরিচালিত হবে এবং আরও ভাল পারফরম্যান্সের জন্য ফোনটি মাল্টি টার্বো ৩.০ ফিচার সহ আসবে। ফোনটি ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত প্রসারিত করা যাবে।

ফটো ও ভিডিওগ্রাফি জন্য, আসন্ন Vivo Y15C-এর পিছনে ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে - ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য, ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেখতে পাওয়া যাবে। এছাড়া, দীর্ঘ সময় চলার জন্য Vivo Y15C-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করা থাকবে। সফওয়্যারের দিক থেকে, ডিভাইসটির আন্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (Funtouch OS 12) ইউজার ইন্টারফেসে রান করবে। সবশেষে ৮.২৮ পাতলা হবে Vivo Y15C এবং এর ওজন হবে ১৭৯ গ্রাম‌।

Show Full Article
Next Story