গুগল আনলো অ্যান্ড্রয়েড ১১ বিটা ২ আপডেট, কোন কোন ফোনে ডাউনলোড করতে পারবেন দেখুন

সার্চ ইঞ্জিন গুগল তাদের অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের বিটা ২ রিলিজ করলো, যেটা স্টেবল ভার্সনের দিকে আরও একধাপ এগিয়ে গেল। বিটা ২ রিলিজের আগে গুগল তাদের আপকামিং অপারেটিং সিস্টেমের ৫টি প্রিভিউ লঞ্চ করেছিল। নতুন এই বিটা ২ আপডেট আপাতত Pixel ফোনের জন্য উপলব্ধ। আগামী কয়েক সপ্তাহে অন্যান্য কয়েকটি ফোনের জন্য ও এই আপডেট চলে আসবে। Android 11 Beta 2 ডেভেলপারদের তাদের আপডেটে চূড়ান্ত পরিবর্তন করতে এবং নতুন সংস্করণের জন্য তাদের অ্যাপ এবং গেমগুলির পরীক্ষা শুরু করার অনুমতি দেবে। আগামী মাসে বিটা ৩ আপডেট নিয়ে আসতে পারে গুগল।

Android 11 Beta 2: বিস্তারিত জানুন

ফেব্রুয়ারী মাসের শুরুতে গুগল অ্যান্ড্রয়েড ১১ বিটা রিলিজ করেছিল। যার পরে দেখা যায় অ্যান্ড্রয়েড ১০ এর থেকে অ্যান্ড্রয়েড ১১ এর সিস্টেম লেভেলে অনেক পরিবর্তন আনা হয়েছে। এবার কোম্পানি বিটা ২ আপডেট নিয়ে এল। এই আপডেটে অপারেটিং সিস্টেমের ছোট ছোট সমস্যাগুলিকে ঠিক করা হয়েছে।

এই আপডেট Google Pixel 2(2 XL), Pixel 3(3 XL), Pixel 3A(3A XL), Pixel 4(4 XL) ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও Oppo Find X2 মডেলটির জন্য ও এই অপারেটিং সিস্টেম কিছুদিনের মধ্যে চলে আসবে। রিপোর্ট অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর অ্যান্ড্রয়েড ১১ এর স্টেবল ভার্সন নিয়ে আসবে গুগল।

কীভাবে ইনস্টল করবেন: অ্যান্ড্রয়েড ১১ বিটা

যদি আপনার ফোনটি উপরের তালিকার মধ্যে থাকে তবে নিচের এই পদ্ধতি ব্যবহার করে আপনি অ্যান্ড্রয়েড ১১ বিটার সুবিধা উপভোগ করতে পারবেন।

প্রথমে আপনাকে অ্যান্ড্রয়েড ১১ বিটার অফিসিয়াল ওয়েবসাইটে সাইন আপ করতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত হওয়া তালিকা থেকে আপনাকে আপনার ফোনটি বেছে নিতে হবে।

শীঘ্রই, আপনি একটি নোটিফিকেশন পাবেন যে অ্যান্ড্রয়েড ১১ বিটা ডাউনলোড এবং ইনস্টলের জন্য প্রস্তুত।

যদি আপনি নোটিফিকেশন না পান, তবে আপনি আপনার ফোনের সেটিংস> সিস্টেম> সিস্টেম আপডেটে অপশনে যাবেন। এখানে, আপডেটটি আপনার স্মার্টফোনে উপলব্ধ কিনা তা পরীক্ষা করতে “চেক ফর আপডেট” অপশনে ট্যাপ করুন।