Vivo Y15s এখন আরও সস্তা, দাম কমানোর ঘোষণা সংস্থার

গত ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y15s (2021)। এই ফোনের দাম রাখা হয়েছিল প্রায় ১০ হাজার টাকা। তবে এখন থেকে ফোনটি ৫০০ টাকায় পাওয়া যাবে। আজ কোম্পানি ফোনটির দাম কমানোর কথা জানিয়েছে। ফিচারের কথা বললে, Vivo Y15s (2021) ফোনে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ৩ জিবি র‌্যাম ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি ভারতে Realme C31, Moto E40, Samsung Galaxy M12 এর মতো ফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Vivo Y15s (2021) ফোনের দাম কমলো

ভিভো ওয়াই১৫এস (২০২১) এর ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১০,৯৯০ টাকা। তবে এখন ৫০০ টাকা সস্তা হওয়ায়, ফোনটি ১০,৪৫০ টাকায় পাওয়া যাবে। নতুন দামে ফোনটি Vivo E-Store থেকে ওয়েভ গ্রিন ও মিস্টিক ব্লু কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

Vivo Y15s (2021) ফোনের স্পেসিফিকেশন

ভিভো ওয়াই১৫এস (২০২১) ফোনে আছে ৬.৫১ ইঞ্চি এইচডি+ (৭২০ x ১৬০০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এই ফোনে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৩ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যায়। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে, Vivo Y15s (2021) ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া ঊ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y15s (2021) ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এই হ্যান্ডসেটে সামিল রয়েছে ডুয়েল সিম, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫ এবং ওটিজির সাথে মাইক্রো-ইউএসবি পোর্ট। আবার সিকিউরিটির জন্য মিলবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) ভিত্তিক ফানটাচ ওএস ১১.১ কাস্টম স্কিনে রান করবে।