আপনার ভাবনার থেকেও কম দামে লঞ্চ হতে চলেছে Redmi K30S

আগামী ২৭ অক্টোবর লঞ্চ হতে পারে Redmi K30S। যদিও কোম্পানির তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি রেডমির জেনারেল ম্যানেজার Lu Weibing এর একটি উইবো পোস্টকে ঘিরে জল্পনা শুরু হয়েছে যে, Redmi K30S এর লঞ্চ আসন্ন। এমনকি এই ফোনের দাম আগস্টে লঞ্চ হওয়া Redmi K30 Ultra এর থেকে কম হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি Redmi K30S কে এমাসেই চীনের সার্টিফিকেশন সাইট 3C ও TENAA তে দেখা গিয়েছিল।

Lu Weibing মাইক্রো ব্লগিং সাইট Weibo তে একটি ফটোশুট ইমেজ পোস্ট করেছেন। যেখানে একজন মানুষ ষ্টুডিওতে বসে আছেন। তার পিছনে ব্যাকগ্রউন্ডে Redmi লেখাটি আছে। এই পোস্টের কমেন্টে রেডমি ম্যানেজার লিখেছে যে এই ফোনে বড় ক্যামেরা সেন্সর থাকবে। যদিও তিনি ফোনটির নাম বা অন্যান্য কোনো তথ্য শেয়ার করেননি।

ছবি – weibo

তবে যেহেতু আগের একটি রিপোর্টে জানা গিয়েছিল, Redmi K30S আগামী ২৭ অক্টোবর লঞ্চ হবে এবং এর সেল শুরু হবে ১ নভেম্বর থেকে, তাই মনে হচ্ছে Lu Weibing এই ফোনটির ই টিজার পোস্ট করেছেন। এদিকে জনপ্রিয় টিপ্সটার Digital Chat Station জানিয়েছেন, রেডমি কে ৩০এস এর দাম অনুমানের থেকেও অনেক কম হবে।

Redmi K30S এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিনা থেকে জানা গেছে এই ফোনে থাকবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন হবে ১০৮০ x ২৪০০ এবং আসপেক্ট রেশিও ২০:৯। সাইটে ফোনটিকে ৪,৯০০০ এমএএইচ ব্যাটারিরি সাথে দেখা গেছে। 3C থেকে জানা গিয়েছিল এই ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফোনটি ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত অক্টা কোর প্রসেসর থাকবে। এই প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫ হতে পারে। এতে পাবেন ৬ জিবি, ৮ জিবি ও ১২ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ। আবার Redmi K30S ফোনের সামনে থাকবে ২০ মেগাপিক্সেল সেন্সর। পিছনে থাকবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি + ১৩ মেগাপিক্সেল আলট্রা এঙ্গেল লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।