এই সপ্তাহে কোন বাইক ও স্কুটারের দাম বাড়লো এবং কমলো এক নজরে দেখে নিন

বাইকের জগতে এই সপ্তাহটি অন্যতম একটি ব্যস্ত সপ্তাহ ছিল। গত সপ্তাহে লঞ্চ হয়েছে অনেক নতুন বাইক, সাথে দামও বেড়েছে কিছু মোটরসাইকেলের। আজ এই প্রতিবেদনে আমরা এমন কিছু সংবাদ নিয়ে এসেছি যা হয়তো আপনি গত সপ্তাহে মিস করেছেন।

Triumph Bonneville ব্ল্যাক এডিশন লঞ্চ :

ট্রায়াম্ফ প্রথমবার ভারতে লঞ্চ করেছে তার বাইকের ব্ল্যাক সংস্করণ। বাইকদুটির নাম হল বোনেভিল টি ১০০ এবং বোনেভিল টি ১২০। তবে নতুন এডিশনের দাম একই রাখা হয়েছে। T100 এর ব্ল্যাক এডিশনের দাম ৮,৮৭,৪০০ টাকা।

দাম কমেছে হারলে ডেভিডসনের স্ট্রীট রডের :

৫০ হাজার টাকার বেশি দাম কমেছে হারলে ডেভিডসনের স্ট্রীট রড ভ্যারিয়েন্টের।তবে এই অফার কেবল ব্ল্যাক বিকল্পটির জন্য প্রযোজ্য। কোম্পানির অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল এই Street Rod, যার আগে দাম ছিল ৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, তা এখন দাম কমিয়ে ৫ লাখ ৯৯ হাজার টাকা রাখা হয়েছে। 

Suzuki Intruder ২৫০ এর পেটেন্ট লিক :

কিছুদিন আগে সুজুকি ইন্ট্রুড ১৫৫ সিসি মডেলে আসলেও কোম্পানি এখনও এর ২৫০ সিসি মডেল আনেনি। তবে সম্প্রতি লিক হয়েছে একটি পেটেন্ট। যা দেখে মনে হচ্ছে কোম্পানি এই মডেল শীঘ্রই নিয়ে আসছে।

Jawa বিএস ৬ এর স্পেসিফিকেশন সামনে এসেছে :

সম্প্রতি রিভিল হয়েছে জাভা বি এস ৬ এর স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন দেখে বোঝা যাচ্ছে যে জাভার আগামী মডেলের পাওয়ার ও টর্ক উভয় ই হ্রাস পেতে চলেছে, যা একদমই ভালো খবর নয়।

বাজাজ ও টি ভি এসের দাম বৃদ্ধি :

বাজাজ ও টিভিএসের কিছু বাইকের দাম বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে। দাম বৃদ্ধি পেয়েছে অ্যাপাচি RTR 160 এবং 180 NTorq, Jupiter, XL 100 ইত্যাদি বাইকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *