Vivo Y21T আরও বড় ডিসপ্লে ও 50MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল, দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

Vivo Y21T প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল। এই ফোনের দাম রাখা হয়েছে ১৭,০০০ টাকার কম। গত পরশু ফোনটি ইন্দোনেশিয়ায় আত্মপ্রকাশ করেছিল। যদিও ভারতে ফোনটি বড় ডিসপ্লে ও ভিন্ন র‌্যাম কনফিগারেশন সহ এসেছে। Vivo Y21T ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। আবার এতে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন Vivo Y21T ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y21T ভারতে দাম (Vivo Y21T Price in India)

ভারতে ভিভো ওয়াই২১টি ফোনের দাম রাখা হয়েছে ১৬,৪৯০ টাকা। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি আজ থেকেই বিভিন্ন রিটেল স্টোর থেকে ব্লু ও পার্ল হোয়াইট কালারে কেনা যাবে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় ভিভো ওয়াই২১টি ফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,০৯৯,০০০ ইন্দোনেশীয় রুপিয়া (আনুমানিক ১৬,২১৪ টাকা)।

ভিভো ওয়াই ২১টি ফোনের স্পেসিফিকেশন, ফিচার (Vivo Y21T Specifications, Features)

ভিভো ওয়াই২১টি ফোনের সামনে দেখা যাবে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০৮ x ১০৮০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিউ ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ ও স্ক্রিন টু বডি রেশিও ৮৯ শতাংশ। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। সাথে আছে ৪ জিবি র‍্যাম (+১ জিবি ভার্চুয়াল র‍্যাম) এবং ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচওএস ১২ (FuntouchOS 12) কাস্টম স্কিনে রান করবে।

Vivo Y21T স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Vivo Y21T স্মার্টফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এই ফোনে উপস্থিত সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার কানেক্টিভিটি অপশনে শামিল আছে ডুয়েল সিম, ৪জি, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০ এবং জিএনএসএস, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট।