Vivo Y22s লঞ্চের আগেই অফিসিয়াল সাইটে, আসছে 5000mAh ব্যাটারির সাথে

ভিভো বর্তমানে তাদের লেটেস্ট Y-সিরিজের হ্যান্ডসেট, Vivo Y22s-কে বাজারে উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। আজ্ঞে হ্যাঁ! ভিভো তাদের গ্লোবাল ওয়েবসাইটে আসন্ন ডিভাইসটির সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি প্রকাশ করেছে। তবে লঞ্চের তারিখ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সাইটের তালিকাটি নিশ্চিত করে যে, Vivo Y22s ফোনে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এছাড়া, এটি Qualcomm Snapdragon 680 প্রসেসর, এলসিডি ডিসপ্লে, সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করবে। চলুন কোম্পানি দ্বারা প্রকাশ করা Vivo Y22s-এর সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই২২এস-এর স্পেসিফিকেশন (Vivo Y22s Specifications)

ভিভোর অফিসিয়াল সাইটের লিস্টিংয়ে ভিভো ওয়াই২২এস-কে ওয়াটারড্রপ স্টাইল নচ ডিসপ্লে এবং আয়তক্ষেত্রাকার ডুয়েল রিয়ার ক্যামেরা মডিউলের সাথে দেখা গেছে। হ্যান্ডসেটটিকে স্টারলিট ব্লু এবং সামার সায়ান- এই দুই কালার অপশনে প্রদর্শন করা হয়েছে। তালিকা অনুযায়ী, ডুয়েল সিমের (ন্যানো) ভিভো ওয়াই২২এস-এ ৬.৫৫ ইঞ্চির ফুল-এইচডি (৭২০ x ১,৬১২ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। তবে, এই ফোনের র‍্যাম অতিরিক্ত অনবোর্ড স্টোরেজ ব্যবহার করে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ভিভো ওয়াই২২এস-এর স্টোরেজ সম্প্রসারণ করাও সম্ভব। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস (Funtouch OS 12) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y22s-এর ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিটে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ২ মেগাপিক্সেলের বোকেহ সেন্সর উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ভিভো হ্যান্ডসেটটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y22s ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

তালিকা অনুসারে, Vivo Y22s-এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫, জিপিএস, গ্লোনাস, এনএফসি, ওটিজি, এফএম রেডিও এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। আবার, এই আসন্ন ডিভাইসটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে একটি অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই-কম্পাস, জাইরোস্কোপ এবং একটি প্রক্সিমিটি সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। নিরাপত্তার জন্য, Vivo Y22s-এ একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। এছাড়া, স্মার্টফোনটি ফেস ওয়াক ফিচারটিও সাপোর্ট করবে। ভিভোর গ্লোবাল ওয়েবসাইট অনুযায়ী, Vivo Y22s-এর পরিমাপ ১৬৪.৩০×৭৬.১০×৮.৩৮ মিলিমিটার এবং ওজন ১৯২ গ্রাম।

উল্লেখ্য, কোম্পানির ওয়েবসাইটে Vivo Y22s-এর দামের বিবরণ তালিকাভুক্ত করা হয়নি। এছাড়া, ভিভো তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও এখনও ডিভাইসটির সম্পর্কে কোনও ঘোষণা করেনি।