Vivo Y32: পকেটসই দামে নতুন স্মার্টফোন নিয়ে আসছে ভিভো, দেখা গেল TENAA পোর্টালে

ভিভো চারদিন আগেই মালয়েশিয়াতে Vivo Y76 নামের একটি স্মার্টফোন লঞ্চ করেছে। এর স্পেসিফিকেশনগুলির মধ্যে Dimensity 700 প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ছিল উল্লেখযোগ্য। আবার সংস্থাটি এর মধ্যেই আরেকটি হ্যান্ডসেট লঞ্চের পরিকল্পনা করছে। যার নামকরণ করা হবে Vivo Y32৷ TENAA সার্টিফিকেশন পোর্টালে ইতিমধ্যেই ডিভাইসটি হাজির হয়েছে।

টেনার লিস্টিং অনুযায়ী, Vivo Y32-এর মডেল নম্বর V2158A এবং এর ডিজাইন Vivo Y33s ফোনের মতো। এই প্রসঙ্গে বলে রাখা, Vivo Y33s গত আগস্ট মাসেই লঞ্চ হয়েছে এবং মনে করা হচ্ছে, Vivo Y32 এই ফোনটির মতোই স্পেসিফিকেশনের সঙ্গে আসবে।

রেন্ডার অনুসারে Vivo Y32-এর সামনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে ও পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। চীনের 3C সার্টিফিকেশন পোর্টাল থেকে জানা গিয়েছিল, এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এটি বাজেট ফ্রেন্ডলি 4G হ্যান্ডসেট হিসেবে চাইনিজ মার্কেটে আসতে পারে।

এছাড়া ভিভো ওয়াই৩২ সম্পর্কে আর কোনও তথ্য সামনে আসেনি। আশা করা যায় যে ডিভাইসটি তাড়াতাড়িই অন্যান্য সার্টিফিকেশন সাইটগুলিতে তালিকাভুক্ত হবে৷ অফিসিয়াল লঞ্চ ডিসেম্বরেই হবে বলে ধরে নেওয়া যায়।

ভিভো ওয়াই৩৩এস স্পেসিফিকেশনসনা (Vivo Y33s Specifications)

ভিভো ওয়াই৩৩এস ফোনে রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৮ ইঞ্চি এলসিডি ফুল-এইচডি+ ডিসপ্লে, হেলিও জি৮৮ প্রসেসর, ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।