Vivo Y32: কম দামে ভাল ফিচারের ফোন আনছে ভিভো, TENAA থেকে ফাঁস সমস্ত স্পেসিফিকেশন

স্মার্টফোন মার্কেটে বাজেট সেগমেন্টে নতুন সংযোজন হতে চলেছে Vivo Y32। অক্টোবরে, IMEI ডেটাবেস থেকে জানা গিয়েছিল, Vivo V2158A মডেল নম্বরের ফোনটি Vivo Y32 নামে বাজারজাত করা হবে। আর এখন TENAA সার্টিফিকেশন পোর্টাল থেকে Vivo Y32-এর সমস্ত স্পেসিফিকেশন ও রেন্ডার প্রকাশ পেয়েছে। এই ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকবে। ফোনটি বাজেট রেঞ্জে আসবে।

ভিভো ওয়াই৩২ স্পেসিফিকেশন (Vivo Y32 Specifications)

টেনার লিস্টিং অনুযায়ী, ভিভো ওয়াই৩২ ফোনে ৬.৫১ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে আছে, যা এইচডি+ (৭২০x১৬০০ পিক্সেল) রেজোলিউশন অফার করে। ফোনের সামনের দিকের ছবি দেখে বলা যায়, এতে ফ্রন্ট ফেসিং ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ রয়েছে। যার ভিতরে দেখা যাবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ভিভো ওয়াই৩২ এর ব্যাক প্যানেলে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। ফোনের ডান দিকে ভলিউম ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে।

Vivo Y32-এর অভ্যন্তরে অজানা ২.৪ গিগাহার্টজ প্রসেসর বর্তমান। ডিভাইসটি চীনে ৪ জিবি / ৬ জিবি / ৮ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি / ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৪,৯১০ এমএএই, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

এছাড়া ভিভো ওয়াই৩২ ডিভাইসটি ৯.১৯ মিমি পাতলা। আর ওজন ২০৪.৭ গ্রাম৷ এটি চীনে আর কয়েকদিনের মধ্যেই লঞ্চ করা হতে পারে। পাওয়া যাবে সাদা ও কালো রঙে।