Vivo Y33s 5G পনেরো হাজারের মধ্যে ডুয়েল ক্যামেরা ও 5000mah ব্যাটারির সাথে লঞ্চ হল

ভিভো চুপিচুপি একটি নতুন ফাইভ-জি স্মার্টফোন নিয়ে হাজির হল। সংস্থাটি চীনের বাজারে Vivo Y33s 5G লঞ্চ করেছে। প্রসঙ্গত, গত বছরের অগস্টে MediaTek Helio G80 চিপসেটের সাথে Vivo Y33s বাজারে এসেছিল। আর এখন সেই ডিভাইসটির 5G ভার্সন আত্মপ্রকাশ করল। এতেও মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে সেটি পরবর্তী প্রজন্মের যোগাযোগ ব্যবস্থা সমর্থন করতে সক্ষম (Dimensity 700)৷ Vivo Y33s 5G-এর দাম, স্পেসিফিকেশন ও ফিচারগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo Y33s 5G দাম

ভিভো ওয়াই৩৩এস ৫জি চীনে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনে এসেছে। দাম যথাক্রমে ১২৯৯ (প্রায়১৫,৫১৩ টাকা) ইউয়ান এবং ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৭০৮ টাকা)। ফোনটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও মিলবে৷ তবে এর মূল্য জানা যায়নি।

Vivo Y33s 5G স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়া৩৩এস ৫জি একটি ৬.৫৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ২৬৯ পিপিআই পিক্সেল ডেনসিটি, এবং এইচডি রেজোলিউশন সাপোর্ট করবে। এতে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার রয়েছে। লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ প্রি-ইনস্টলড থাকছে।

ভিভো ওয়াই৩৩ ৫জি ফোনের ব্যাক প্যানেল একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সের ম্যাক্রো লেন্স আছে। ডিভাইসটির সামনে সেলফি ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y33s 5G ফোনে থাকবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।